Soumi Paul

‘আমার কি চরিত্র খারাপ, কেন বাড়িতে ঢুকতে দেওয়া হল না’! স্বামীর বিরুদ্ধে রাগ উগরে দিলেন ‘কে আপন কে পর’-এর সৌমি

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৫:২৪
Share:

কী ঘটেছে সৌমি পালের সঙ্গে? ছবি: সংগৃহীত।

‘কাঞ্চি’, ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’-সহ একগুচ্ছ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমি পাল। মাঝে প্রায় দু’বছর ক্যামেরার সামনে দেখা যায়নি তাঁকে। ২০২১ সালে আইনি বিয়ে সারার পর থেকেই জীবনে ঝড়। সমাজমাধ্যমে এক ভিডিয়োয় স্বামীর বিরুদ্ধে অভিযোগ উগরে দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

২০১৬ থেকে প্রেম। তার পর ২০২১ সালে আইনি বিয়ে সেরেছিলেন সৌমি। স্বামী সরকারি চাকুরে। কিন্তু বিবাহিত জীবন যে খুব একটা সুখের হয়নি, সেই আভাস মিলল সৌমির ভিডিয়োয়। অভিনেত্রী ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন না, কেন ওই ব্যক্তি তাঁর সঙ্গে এই ব্যবহার করলেন।

সৌমি বলেন, “গ্রামের বাড়ি থেকে গাড়ি, অনেক কিছুই আমার টাকায় করা। কিন্তু সেই ব্যক্তি বন্ধুদের বলছেন, গাড়ি তাঁর টাকায় কেনা। সব কাগজপত্র রয়েছে আমার কাছে। সেটা দেখলেই প্রমাণ হয়ে যাবে। আমি জানতে চাই, আমার কি চরিত্র খারাপ ছিল? তাকে কি আমি মানসিক, শারীরিক, অর্থনৈতিক নির্যাতন করতাম? কিছু না বলেই আমায় বাড়িতে ঢুকতে দিল না! কোনও জবাবই পেলাম না আমি।”

Advertisement

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে সৌমি জানিয়েছেন, সবটাই আইনের আওতায়। তাই কোনও মন্তব্য করতে চান না তিনি। শোনা যাচ্ছে, শীঘ্রই আইনি বিচ্ছেদের পক্রিয়া শুরু হবে। ২০১২ সালে মাকে হারিয়েছেন সৌমি। বাবার সঙ্গেই থাকতেন। বাবাকেও হারিয়েছেন ২০২৩ সালে। আপাতত তাঁর দিদিই একমাত্র ভরসা। আইনি বিয়ের পর থেকে সে ভাবে কাজও করেননি। তবে এখন অল্প অল্প করে আবার কাজ শুরু করেছেন। সম্প্রতি সৌমিকে দর্শক দেখেছেন ‘গীতা এলএলবি’ এবং ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement