ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়ালেন শ্রীময়ী চট্টরাজ। ছবি: ইনস্টাগ্রাম।
শুক্রবার যে কথা অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় বলেছিলেন, শনিবার তারই পুনরাবৃত্তি ঘটালেন শ্রীময়ী চট্টরাজ। এ দিন তিনি ঘোষণা করলেন, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁকে আর ‘রাগিনী চট্টোপাধ্যায়’ চরিত্রে দেখা যাবে না! কেন?
অভিনেত্রীর কথায়, “কোনও ব্যক্তিগত কারণ নেই। চরিত্রটি আমার থেকে বয়সে অনেক বড়। আমার মনে হয়, আমার যা বয়স তাতে চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো ক্ষমতা আমার নেই। তাই চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েই অভিনীত চরিত্র থেকে সরে দাঁড়ালাম।”
এই একটি কারণেই শ্রীময়ী এত দিন পরে অভিনয়ে ফিরেও আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে সরে দাঁড়ালেন? এই প্রশ্নই তাঁর কাছে করেছিল আনন্দবাজার ডট কম। জবাবে অভিনেত্রীর বললেন, “আমি শুরুতে জানতাম না, আমার চরিত্রের চারটি বড় বড় ছেলেমেয়ে থাকবে। আমার বয়স মাত্র ২৭। আমি কখনও ৫৭ বছর বয়সকে ফোটাতে পারি? ফলে, অভিনয় করে কিছুতেই তৃপ্তি পাচ্ছিলাম না।” তাই দু’মাস অভিনয়ের পর চরিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
শ্রীময়ীর যুক্তি, “মায়ের চরিত্রে অভিনয় করতে কোনও আপত্তি নেই। এর আগে আমার একাধিক ছোট ছেলেমেয়ে দেখানো হয়েছে। ছোট সন্তানের মা হতে আপত্তি নেই। তা বলে আমার সমবয়সিদের মায়ের চরিত্রে অভিনয় করি কী করে!” এই ধরনের চরিত্রে অভিনয় করলে তিনি ‘টাইপ কাস্ট’ হয়ে যাবেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি।
স্নেহার পর শ্রীময়ীর একই অভিযোগ। তা হলে কি ধারাবাহিকে এখন বছর ষোলো বা সদ্য প্রাপ্তবয়স্করাই ছোট পর্দায় নায়িকার ভূমিকায় সুযোগ পাচ্ছেন? ত্রিশ ছুঁইছুঁই হলেই মায়ের ভূমিকায়? জানেন না শ্রীময়ী। তাঁর আপত্তি তিনি সাফ জানিয়েছেন মাত্র। মাঝপথে অভিনয় ছেড়ে বেরিয়ে যাওয়াটাও নেচিবাচক হয়ে দাঁড়াবে না? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি শ্রীময়ী। সেই জন্য তিনি চ্যানেলের প্রত্যেকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাঁর উপযুক্ত কোনও চরিত্র দিলেই আবারও তিনি ফিরবেন, সে কথাও জানিয়েছেন। আপাতত শ্রীময়ী আবার মেয়ে কৃষভিকে সময় দেবেন। অপেক্ষা করবেন তাঁর উপযুক্ত চরিত্রের জন্য।