Entertainment News

বিকিনি পড়া ছবি পোস্ট করে ট্রোলড তাপসী, দিলেন যোগ্য জবাবও

সমালোচকদের নজর এড়ায়নি সেই ছবি। তাপসীকে আক্রমণ করে তাঁর ছবির নীচে এক জন টুইট করেন, “আপনি বাকি পোশাকটুকুই বা রেখেছেন কেন? আপনাকে এ ভাবে দেখে আপনার ভাই নিশ্চয়ই গর্ব অনুভব করতেন।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫৮
Share:

এই ছবি পোস্ট করে সমালোচিত নায়িকা। ছবি: তাপসী পন্নুর টুইটার পেজের সৌজন্যে।

বিকিনি পড়া ছবি পোস্ট করে এ বার ট্রোলিংয়ের শিকার তাপসী পন্নু। বুধবার তাঁর আগামী ছবি ‘জুড়ুয়া টু’-র ‘আ তো সহি’ গানের প্রচারের জন্য বিকিনি পড়া দু’টি ছবি টুইটারে শেয়ার করেছেন তাপসী। ক্যাপশনে ‘পিঙ্ক’খ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘‘জোয়ারের বিরুদ্ধে চললে শক্ত ভাবে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে... কিন্তু হাসতে ভুলবেন না।...’’

Advertisement

আরও পড়ুন, ইনি এক বিখ্যাত বলিউড অভিনেত্রী, চিনতে পারছেন?

Advertisement

আরও পড়ুন, ‘রইস’ কন্যা মাহিরার গর্জাস ফোটোশুট, রইল কয়েকটি ছবি

ব্যস! সমালোচকদের নজর এড়ায়নি সেই ছবি। তাপসীকে আক্রমণ করে তাঁর ছবির নীচে এক জন টুইট করেন, “আপনি বাকি পোশাকটুকুই বা রেখেছেন কেন? আপনাকে এ ভাবে দেখে আপনার ভাই নিশ্চয়ই গর্ব অনুভব করতেন।’’ পরে টুইটার থেকে পোস্টটি সম্ভবত ডিলিটও করে দেন তিনি।

এর জবাবে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী। তাপসী লিখেছেন, ‘‘দুঃখিত, ভাই নেই, থাকলে জিজ্ঞেস করে জানাতাম। কিন্তু এখন বোনের জবাব পেলে চলবে তো?’’

সোশ্যাল মিডিয়ার দৌলতে সহজেই এখন পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের কাছে পৌঁছনো যায়। তাই আলোচনা-সমালোচনার পরিমাণটাও দিনে দিনে বেড়েই চলেছে।

এ ক্ষেত্রেও অবশ্য শুধু সমালোচনাই নয়, সমর্থনও পেয়েছেন তাপসী। ডেভিড ধবন পরিচালিত তাপসীর আগামী ছবি ‘জুড়ুয়া টু’ মুক্তি পাচ্ছে ২৯ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement