পুজোয় বড় সিদ্ধান্ত ঊষসীর! ছবি: সংগৃহীত।
পুজোর সময়ে বড় সিদ্ধান্ত নিলেন ঊষসী চক্রবর্তী। বড় উদ্দেশ্য নিয়ে কলকাতা ছাড়ছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি যোগাসনেও বিশেষ আগ্রহ রয়েছে ঊষসীর। প্রায়ই বেশ জটিল যোগাভ্যাসের ছবি ভাগ করে নেন স্বাস্থ্যসচেতন অভিনেত্রী। সেই যোগাসনের জন্যই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। দক্ষিণ ভারতের প্রাচীন যোগাসনের প্রশিক্ষণ নিতে বেশ কিছু দিনের জন্য কলকাতা ছাড়ছেন তিনি।
ঊষসী সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে লিখেছেন, “বিরতি নিচ্ছি”। সেই সঙ্গে তিনি বলেন, “আমার অনুরাগীদের জন্য এই বিশেষ শুভেচ্ছাবার্তা। জানি, তোমরা আমার ভিডিয়োর জন্য অপেক্ষা করে থাকো। তাদের একটাই কথা বলব, পুজোয় আমি কলকাতায় থাকছি না। আমি বেড়াতে যাচ্ছি না। দক্ষিণ ভারতের একটি শাস্ত্রীয় যোগাসনকেন্দ্রে যাচ্ছি। এখনই বলছি না, কোথায় যাচ্ছি। এসে জানাব, কোথায় গিয়েছিলাম।”
ভবিষ্যতে যোগাভ্যাস নিয়ে বিশেষ পরিকল্পনাও রয়েছে অভিনেত্রীর। তিনি বলেন, “দক্ষিণ ভারতের এই কেন্দ্রে আমি এক মাসের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি। সেখান থেকে ফিরে আমি যোগাসন শেখাব কি না জানি না। সময় থাকে না। শেখাতেও পারি কখনও। ইচ্ছে আছে শেখানোর, যদি নিজে ঠিকমতো শিখে আসতে পারি। নিজের অভ্যাসের জন্যই যাচ্ছি।”
যেহেতু প্রাচীন যোগকেন্দ্রে যাচ্ছেন, তাই এই সময়ে নিজের সঙ্গে মোবাইল ফোন রাখারও অনুমতি পাবেন না ঊষসী। অভিনেত্রীর কথায়, এই সময়টা ‘ডিজিটাল ডিটক্স’-এর মধ্যে কাটাবেন তিনি। পুজোয় মন ও পেট ভরে খাওয়াদাওয়া করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তার কারণ, তিনি ফিরে সুস্থ ও সবল থাকার বেশ কিছু পরামর্শ ভাগ করে নেবেন।