Entertainment News

জাতীয় পতাকা উত্তোলন করলেন ঐশ্বর্যা ও আরাধ্যা

উপস্থিত সকলের সঙ্গে গলা মিলিয়ে মা ও মেয়ে গেয়েছেন জাতীয় সঙ্গীতও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৪:৪৩
Share:

ঐশ্বর্যা ও আরাধ্যা। ছবি: ঐশ্বর্যার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

আর দু’দিন পরেই ভারতের ৭১তম স্বাধীনতা দিবস। সেলিব্রেশন শুরু হয়েছে বেশ কিছু জায়গায়। বাদ নেই সেলেবরাও। সদ্য মেলবোর্নে ভারতের স্বাধীনতা দিবসের আগাম উদ্‌যাপনে জাতীয় পতাকা উত্তোলন করলেন ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন। উপস্থিত সকলের সঙ্গে গলা মিলিয়ে মা ও মেয়ে গেয়েছেন জাতীয় সঙ্গীতও।

Advertisement

আরও পড়ুন, রেখাকেই কি মা বলে ডাকলেন ঐশ্বর্য?

ওই অনুষ্ঠানে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ঐশ্বর্যা। অফ হোয়াইট লেহেঙ্গা পরেছিলেন তিনি। মায়ের সঙ্গে রং মিলিয়ে লেহেঙ্গায় সেজে আরাধ্যাও নজর কেড়েছিল সকলের। ঐশ্বর্যা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘এমন একটা গর্ব ও সুখের মুহূর্ত উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমার আর আরাধ্যার কাছে ৭১তম স্বাধীনতা দিবস পালন সব সময়ই দারুণ স্মৃতি হয়ে থাকবে।’’

Advertisement

আরও পড়ুন, ছুটি থেকে ফিরে কেন গম্ভীর আরাধ্যা?

ঐশ্বর্যা ছাড়াও কর্ণ জোহর নীতিশ তিওয়ারি শিল্পা শেট্টে সুশান্ত সিংহ রাজপুত রাজকুমার রাওসহ এক ঝাঁক বলি তারকা উপস্থিত ছিলেন।

ঐশ্বর্যা ছাড়াও কর্ণ জোহর নীতিশ তিওয়ারি শিল্পা শেট্টে সুশান্ত সিংহ রাজপুত রাজকুমার রাওসহ এক ঝাঁক বলি তারকা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement