ন’দিনে তিন কোটি উঠল ঐশ্বর্যার!

ন’দিনে তিন কোটি টাকা পেলেন ঐশ্বর্যা রাই বচ্চন। নায়িকাদের জীবনে হয়তো এটা খুব বড় ঘটনা নয়। তবে প্রযোজক হিসাবে এই সাফল্য প্রথম। আর তার স্বাদেই এখন মজে রয়েছেন বচ্চন-বধূ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১৪:২২
Share:

ন’দিনে তিন কোটি টাকা পেলেন ঐশ্বর্যা রাই বচ্চন। নায়িকাদের জীবনে হয়তো এটা খুব বড় ঘটনা নয়। তবে প্রযোজক হিসাবে এই সাফল্য প্রথম। আর তার স্বাদেই এখন মজে রয়েছেন বচ্চন-বধূ।

Advertisement

বলিউডে প্রফিট শেয়ারিংয়ে বিষয়ে এত দিন এগিয়ে ছিলেন অভিনেতারা। ট্রেন্ড বদলাচ্ছে। একটু একটু করে প্রথম সারিতে আসছেন মহিলারাও। তাঁরাও হয়ে উঠছেন বিজনেস মডেল। সম্প্রতি ‘জজবা’র প্রফিট শেয়ারিংয়ে ঐশ্বর্যা রাই বচ্চন এখনও পর্যন্ত পেয়েছেন তিন কোটি টাকা। কোনও ছবির মিউডিক রাইটস, বিশ্ব জুড়ে এর কালেকশন এ সবের ওপর নির্ভর করে তার প্রফিট কত হবে। এ বিষয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ‘‘এটা খুব ভাল সিদ্ধান্ত। আর জজবা যেভাবে সাফল্য পাচ্ছে তাতে ঐশ্বর্যা আরও মুনাফা পাবেন বলেই মনে হচ্ছে।’’ ছবির এগ্রিমেন্ট হিসেবে বচ্চন-বধূ অনেক কম পারিশ্রমিক নিয়েছেন বলেই জানা গিয়েছে।

দীর্ঘ পাঁচ বছর বাদে সিলভার স্ক্রিনে সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘জজবা’র মাধ্যমেই কামব্যাক করেছেন নায়িকা। পাশাপাশি প্রযোজক হিসেবেও হাতেখড়ি হয়েছে তাঁর। আর প্রথম ছবিতেই বড়সড় সাফল্য পেলেন তিনি। এর আগে ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে প্রফিট শেয়ারিংয়ে নজর কেড়েছিলেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement