Aishwarya Rajinikanth

বিচ্ছেদের পর ধনুষের কি ফের মনে পড়ছে স্ত্রী ঐশ্বর্যার কথা? কোন ইঙ্গিত দিলেন?

সম্পর্ক ভেঙেছেন ঠিকই তবে কাদা ছোড়াছুড়ি নয়, দুই তরফের সম্মতিতেই আালাদা হয়েছেন তাঁরা। তবে দুই ছেলের জন্য এখনও যোগাযোগ রয়েছে তাঁদের। ফের জোড়া লাগছে তাঁদের সম্পর্ক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৩
Share:

(বাঁ দিকে) ধনুষ, ঐশ্বর্যা রজনীকান্ত। —ফাইল ছবি।

আঠেরো বছরের দাম্পত্যে দাঁড়ি। দক্ষিণী তারকা ধনুষ এবং তাঁর স্ত্রী ঐশ্বর্যা তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন ২০২২ সালে। ঐশ্বর্যা দক্ষিণী তারকা রজনীকান্তের কন্যা। শেষমেশ চলতি বছরে বিবাহবিচ্ছেদের মামলা নথিভুক্ত করে সম্পর্ক শেষের কথায় সিলমোহর দেন দু’জনে। কিন্তু বিচ্ছেদের পর ফের জোড়া লাগছে তাঁদের সম্পর্ক! কোন ইঙ্গিত দিলেন দক্ষিণী তারকা?

Advertisement

সম্পর্ক ভেঙেছেন ঠিকই তবে কাদা ছোড়াছুড়ি নয়, দুই তরফের সম্মতিতেই আালাদা হয়েছেন তাঁরা। দু’বছর আগে যখন ধনুষ এবং ঐশ্বর্যা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। কারও মতে, তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার কারও মতে, বোঝাপড়ার অভাবের জন্যই নাকি সম্পর্কে পাকাপাকি ভাবে ছেদ পড়ে তাঁদের। প্রকাশ্যে আসে দুই অভিনেত্রীর নামও।

তবে দুই ছেলের জন্য এখনও যোগাযোগ রয়েছে তাঁদের। এ বার রজনী-কন্যার ছবিতে ভালবাসার ইমোজি দিলেন ধনুষ। ছবিতে দেখা যাচ্ছে ওনামের দিন বাড়িতে মাটিতে বসে খাবার খাচ্ছেন ঐশ্বর্যা। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় দিলে ভালবাসার প্রতিক্রিয়া দেন ধনুষ। সেটা দেখা মাত্রই অনুরাগীরা নেটপাড়ায় ফিসফাস শুরু করেন, তবে কি এক হচ্ছেন তাঁরা! ভাঙা দাম্পত্যকে ফের সুযোগ দিতে চান? উত্তর মেলেনি অবশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement