সুজয় ঘোষের দুটো ছবিতে ঐশ্বর্যা

সঞ্জয় গুপ্তার ‘জযবা’ ছবি দিয়ে লিউডে কামব্যাক করেছেন ঐশ্বর্যা। আর তার পর থেকেই উপচে পড়ছে তাঁর ঝুলি। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, উমঙ্গ কুমারের সর্বজিত্ বায়োপিকে তাঁর অভিনয়ের খবর বেশ চর্চায়। এর মধ্যেই তাঁর হাতে এসে গেল আরও দুটো ছবি। দুটোরই পরিচালক সুজয় ঘোষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৫ ১৯:২৪
Share:

সঞ্জয় গুপ্তার ‘জযবা’ ছবি দিয়ে লিউডে কামব্যাক করেছেন ঐশ্বর্যা। আর তার পর থেকেই উপচে পড়ছে তাঁর ঝুলি। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, উমঙ্গ কুমারের সর্বজিত্ বায়োপিকে তাঁর অভিনয়ের খবর বেশ চর্চায়। এর মধ্যেই তাঁর হাতে এসে গেল আরও দুটো ছবি। দুটোরই পরিচালক সুজয় ঘোষ।

Advertisement

একটা ছবি ‘দুর্গা রানি’। যেখানে ঐশ্বর্যার সঙ্গে দেখা যাবে বিদ্যা বালনকেও। অন্যটা জাপানি উপন্যাস দ্য ডিভোশন অফ মিস্টার এক্সের স্ক্রিন অ্যাডাপটেশন। এই প্রথম এক সঙ্গে কাজ করলেও সুজয়ের সঙ্গে ঐশ্বর্যার আলাপ কিন্তু বহু দিনের। সুজয় ‘ঝঙ্কর বিটস’ পরিচালনার সময় থেকেই চেনেন ঐশ্বর্যাকে।

সম্প্রতি ভিয়েনায় কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিং সেরে দেশে ফিরেছেন ঐশ্বর্যা। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অনুষ্কা শর্মা ও রণবীর কপূর। সর্বজিত্ বায়োপিকে তাঁকে দেখা যাবে সর্বজিতের বোনের ভূমিকায়।

Advertisement

সব মিলিয়ে ঐশ্বর্যার আবার প্রথম সারিতে ফেরা শুধু এখন সময়ের অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement