নিউইয়র্কে বিশেষ মুহূর্তে ধরা পড়লেন ঐশ্বর্যা-আরাধ্য!

কট অ্যান্ড ক্লিকড। হাইপ্রোফাইল তারকাদের দিকে সব সময়ই পাপারাত্‌জিদের ক্যামেরা তাক করা থাকে। আর প্রকাশ্যে তাঁদের দেখা পেলে কি আর ছাড়া যায়?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ১১:১৫
Share:

কট অ্যান্ড ক্লিকড।

Advertisement

হাইপ্রোফাইল তারকাদের দিকে সব সময়ই পাপারাত্‌জিদের ক্যামেরা তাক করা থাকে। আর প্রকাশ্যে তাঁদের দেখা পেলে কি আর ছাড়া যায়?

এ বার ধরা পড়লেন ঐশ্বর্যা এবং আরাধ্যা। নিউইয়র্কে বচ্চনরা এখন ঘনিষ্ঠদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তার মধ্যেই মা-মেয়ে মিলে শপিংয়ে বেরিয়েছিলেন। তখনই ধরা পড়েছেন ক্যামেরায়।

Advertisement

দিন কয়েক আগে বচ্চনদের এক ঘনিষ্ঠ সূত্র মারফত্ জানা গিয়েছিল, আরাধ্যার পছন্দের জায়গা নিউইয়র্ক। সে কারণেই তাঁরা সেখানে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন। তবে শপিংয়ে গিয়ে ঐশ্বর্যা কী কী কিনলেন তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন, জানেন, আরাধ্যাকে কেন সব সময় কোলে নিয়ে ঘোরেন ঐশ্বর্যা?


এই সেই ছবি।— টুইটারের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement