মেয়ের চিন্তায় অজয় ও কাজল

কাজল বলছেন, এ ব্যাপারে তাঁর চেয়ে অজয়ই নাকি বেশি চিন্তিত। কাজল আর তাঁর বোন যেহেতু ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলেই পড়াশোনা করেছেন, তাই তিনি মোটামুটি ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০৬:৫০
Share:

কাজল-নাইসা

কাজল ও অজয় দেবগণের মেয়ে নাইসা সিঙ্গাপুের থাকছে উচ্চশিক্ষার জন্য। আপাতত সেখানে বোর্ডিং স্কুলেই পড়াশোনা করছে নাইসা। এ দিকে অজয়-কাজলও ঘন ঘন সিঙ্গাপুর যাচ্ছেন মেয়ের সঙ্গে দেখা করার জন্য। মেয়ে দেশের বাইরে একা একা রয়েছে। বাবা-মায়ের চিন্তা হওয়াটা স্বাভাবিক!

Advertisement

কিন্তু কাজল বলছেন, এ ব্যাপারে তাঁর চেয়ে অজয়ই নাকি বেশি চিন্তিত। কাজল আর তাঁর বোন যেহেতু ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলেই পড়াশোনা করেছেন, তাই তিনি মোটামুটি ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিয়েছেন। কিন্তু অজয় মেয়েকে ছাড়া একেবারেই থাকতে পারছেন না। তাই বারবার গিয়ে হাজির হচ্ছেন সিঙ্গাপুরে। অজয় নিজেও অবশ্য স্বীকার করেছেন যে, তাঁদের দু’জনের মধ্যে পেরেন্ট হিসেবে কাজল অনেক বেশি কঠোর এবং অজয় নিজে মেয়ের ব্যাপারে একটু বেশিই দুর্বল। মেয়েকে ছাড়া বাড়িতে থাকাটা তাঁর কাছে তাই খুব কঠিন হয়ে যাচ্ছে। সারাদিনই মেয়েকে নিয়ে নানা দুশ্চিন্তা ঘোরে তাঁর মাথায়।

তবে অজয়-কাজল দু’জনেই চান, ছেলে যুগ ও মেয়ে নাইসাকে আর পাঁচ জন সাধারণ বাচ্চার মতোই বড় করতে। সেলেব্রিটি কিড হিসেবে নয়, বরং সাধারণ মানুষ হিসেবেই যেন তারা নিজেদের ব্যক্তিগত জীবন যাপন করতে পারে এবং স্বাধীনতা পায়, সে দিকেই নজর এই তারকা-দম্পতির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement