Entertainment News

কাজলের সঙ্গে কাজ করার জন্য শর্ত দিলেন অজয়?

রিয়েল লাইফে তাঁদের জুটি ঈর্ষণীয়। কিন্তু রিল লাইফে তেমন হিট করেনি। তাঁরা অজয় দেবগণ এবং কাজল। শোনা গিয়ছে, অজয়ের আসন্ন ছবি ‘শিবায়’-তে নাকি একটি বিশেষ ভূমিকায় থাকছেন কাজল। তবে দর্শকরা তাঁদেরকে লিড রোলে ফের দেখতে চাইছেন বড়পর্দায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ১৮:১৯
Share:

রিয়েল লাইফে তাঁদের জুটি ঈর্ষণীয়। কিন্তু রিল লাইফে তেমন হিট করেনি। তাঁরা অজয় দেবগণ এবং কাজল। শোনা গিয়ছে, অজয়ের আসন্ন ছবি ‘শিবায়’-তে নাকি একটি বিশেষ ভূমিকায় থাকছেন কাজল। তবে দর্শকরা তাঁদেরকে লিড রোলে ফের দেখতে চাইছেন বড়পর্দায়।
কিন্তু কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগে একটি বিশেষ শর্ত দিয়েছেন অজয়। কী সেটা?
অজয়ের দাবি, তাঁদের কামব্যাকের জন্য জমজমাট স্ক্রিপ্ট হতে হবে। মহিলা-কেন্দ্রিক একটি চরিত্রে নাম ভূমিকায় কাজলকে ভেবে ইতিমধ্যেই নাকি একটি চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি। তবে অন্য কোনও পরিচালকের সঙ্গেও তাঁরা কাজ করতে রাজি। শুধু গল্পে চমক থাকতে হবে। রিয়েল লাইফের এই জনপ্রিয় জুটির রিল লাইফে কামব্যাকের জন্য এটুকু শর্ত তো থাকবেই।

Advertisement

আরও পড়ুন, দিওয়ালি পার্টিতে বচ্চনদের হোস্ট কে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement