Entertainment News

এক দিনে এক কোটি টাকা পারিশ্রমিক অক্ষয়ের!

বলিউডে অক্ষয় কুমার এখন যাতে হাত দিচ্ছেন তাই বক্স অফিসে গিয়ে সোনা ফলাচ্ছে। তাই তাঁর পারিশ্রমিক নিয়ে যে আলাদা করে খবর হবে এ তো স্বাভাবিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৯
Share:

বলিউডে অক্ষয় কুমার এখন যাতে হাত দিচ্ছেন তাই বক্স অফিসে গিয়ে সোনা ফলাচ্ছে। তাই তাঁর পারিশ্রমিক নিয়ে যে আলাদা করে খবর হবে এ তো স্বাভাবিক। কিন্তু বি-টাউনের আনাচে কানাচে ‘খিলাড়ি’-র পারিশ্রমিক নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা যদি সত্যি হয় তা হলে খান-দানকেও তিনি পিছনে ফেলে দেবেন বলে মত বিশেষজ্ঞদের। শোনা যাচ্ছে, ‘জলি এলএলবি ২’-র জন্য প্রতিদিন এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়।

Advertisement

২০১৬ বেশ ভালই যাচ্ছে অক্ষয়ের। একের পর এক হিট ছবি। ‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘রুস্তম’-এর পর তিনি এখন ব্যস্ত ‘জলি এলএলবি ২’-র শুটিংয়ে। ২০১৩ সালের ছবি ‘জলি এলএলবি’-র সিকুয়েলের কাজ এগোচ্ছে জোর কদমে।

এও শোনা যাচ্ছে ‘জলি এলএলবি ২’-এর জন্য ৫০ দিনের ডেট ব্লক করেছে অক্ষয়। অর্থাত্ সব মিলিয়ে এই ছবির জন্য তাঁর পারিশ্রমিক হবে ৫০ কোটি টাকা! বলি ইন্ডাস্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অঙ্ক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

Advertisement

আরও পড়ুন, ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে কী ভাবে জড়ালেন দীপিকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement