প্যাড ম্যান অক্ষয়

একটার পর একটা কাজে ডুবে আছেন অক্ষয়কুমার। ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির শ্যুটিং শেষ করতে না করতেই আবার ফিল্মের সেটে তিনি। আর বালকির পরিচালনায় ‘প্যাড ম্যান’ ছবির শ্যুটিং শুরু করেদিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০১:০৫
Share:

একটার পর একটা কাজে ডুবে আছেন অক্ষয়কুমার। ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির শ্যুটিং শেষ করতে না করতেই আবার ফিল্মের সেটে তিনি। আর বালকির পরিচালনায় ‘প্যাড ম্যান’ ছবির শ্যুটিং শুরু করেদিলেন। এ ছবির প্রযোজক আবার টুইঙ্কল খন্না। খবরটা জানিয়ে টুইট করেন অক্ষয়। মেয়েদের জন্য সস্তায় স্যানিটরি ন্যাপকিন বানিয়েছিলেন অরুণাচালম মুরুগানানথম। ‘প্যাড ম্যান’ তাঁরই বায়োপিক। ছবিতে অক্ষয় ছাড়াও আছেন সোনম কপূর আর রাধিকা আপ্তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement