Entertainment News

গত কয়েক মাস এই রোগে আক্রান্ত ছিলেন আলিয়া!

আলিয়া জানিয়েছেন, তিনি উদ্বিগ্ন ছিলেন গত কয়েক মাস। কিন্তু উদ্বেগের কারণ জানতেন না। কোনও কারণ ছাড়াই প্রায় সব সময় কান্না পেত তাঁর। এ সব তাঁর কাজেরও ক্ষতি করেছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৪:৪৯
Share:

আলিয়া ভট্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ছ’সাত বছরেই কেরিয়ারের শীর্ষে পৌঁছেছেন আলিয়া ভট্ট। বিভিন্ন রকম ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু সাফল্যের মধ্যেও একটি বিশেষ রোগে আক্রান্ত ছিলেন আলিয়া। সদ্য এক সাক্ষাত্কারে নিজেই স্বীকার করেছেন সে কথা।

Advertisement

আলিয়া জানিয়েছেন, তিনি উদ্বিগ্ন ছিলেন গত কয়েক মাস। কিন্তু উদ্বেগের কারণ জানতেন না। কোনও কারণ ছাড়াই প্রায় সব সময় কান্না পেত তাঁর। এ সব তাঁর কাজেরও ক্ষতি করেছিল।

আলিয়ার কথায়, ‘‘ডিপ্রেশন হয়নি কখনও। কিন্তু উদ্বেগ হত খুব। গত পাঁচ-ছ’মাস ধরে টেনশন হত অকারণে। মানসিক ভাবে খুব দুর্বল লাগত। বন্ধুদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। অয়নকেও (‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক) বলেছি। সবাই বলত, উদ্বেগ চলে যাবে একটা সময়। আমার দিদি শাহিনেরও ডিপ্রেশন হয়েছিল। ওই সময় আমি শাহিনের লেখা বই পড়তাম।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

উদ্বেগ থাকলেও ‘রাজি’, ‘গাল্লি বয়’-এর মতো ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন আলিয়া। পরে ‘ব্রহ্মাস্ত্র’র কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ধীরে ধীরে মানসিক অবস্থার উন্নতি হয় নায়িকার। ‘ব্রহ্মাস্ত্র’র সেট থেকেই রণবীর কপূরের সঙ্গে আলিয়ার প্রেমের জল্পনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, আলিয়াকে মানসিক ভাবে সুস্থ করে তোলার পিছনে রণবীরের অবদান অনেকটাই।

আরও পড়ুন, সেরা অনস্ক্রিন চুমু কোনটা? মুখ খুললেন ভিকি

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন