Allu Arjun

চোখে মুখে শোকের ছাপ, প্রিয় মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অল্লু অর্জুন, তড়িঘড়ি ফিরলেন হায়দরাবাদে

একটা কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই অল্লু অর্জুনের পরিবারে শোকের ছায়া। এ বার কাছের মানুষকে হারালেন অভিনেতা পর্দার ‘পুষ্পা’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১১:৫৫
Share:

শোকস্তব্ধ অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতা অল্লু অর্জুন। যদিও ‘পুষ্পা ২’ মুক্তির পর একের পর এক ঝড় বয়ে গিয়েছে তাঁর উপর দিয়ে। জেলেও এক রাত কাটাতে হয়েছিল অভিনেতাকে। একটা কাটতে না কাটতেই আবার বিপদ। এ বার কাছের মানুষকে হারালেন অভিনেতা।

Advertisement

এই মুহূর্তে মুম্বইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে তাঁর আগামী ছবির শুটিং করছেন অল্লু। কিন্তু এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে অভিনেতা ফিরে গেলেন হায়দরাবাদ। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় অভিনেতাকে। একেবারে থমথমে মুখ। ঠাকুমা অল্লু কনকারত্নমের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। হায়দরাবাদেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অল্লুর তুতো ভাই, অভিনেতা রাম চরণও খবর পেয়ে সঙ্গে সঙ্গে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। অল্লুর খুব কাছের ছিলেন তাঁর ঠাকুমা। যখন ‘পুষ্পা ২’ মুক্তির পর এক রাত জেলে কাটাতে হয় অল্লুকে, সেই সময় নাতি বাড়ি ফিরতেই নাতির নজর ছাড়ানোর মতো নানা নিয়ম সেরেছিলেন ঠাকুমা। স্বাভাবিক ভাবে এমন অবস্থায় শোকের ছায়া গোটা পরিবারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement