Saif Ali Khan-Kareena Kapoor

প্রেম দিবসে করিনার সঙ্গে একান্তে সময় কাটাতে কী করেন সইফ? প্রকাশ্যে এল দম্পতির প্রেমগাথা

সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ ও করিনাকে নিয়ে মন্তব্য করেছেন অমিশা পটেল। সেই মন্তব্যে স্পষ্ট, দম্পতির মধ্যে বরাবরই প্রেম ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪
Share:

সইফ-করিনার প্রেম দিবস। ছবি: সংগৃহীত।

হামলার ঘটনার জেরে গত কয়েক দিন বার বার শিরোনামে এসেছিলেন সইফ আলি খান ও করিনা কপূর। অভিযুক্ত হামলাকারীকে ঘটনার কয়েক দিন পরেই গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নানা বিতর্কিত প্রশ্নও উঠে এসেছে।

Advertisement

কেউ দাবি করেছেন, এমন কিছু নাকি ঘটেইনি। আবার অনেকের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছেন স্বয়ং করিনা কপূর খান। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পরিণতিই নাকি সেই রাতের ঘটনা। তবে সেই সব জল্পনাকে মিটিয়ে দিয়েছেন সইফ নিজেই। তা ছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ ও করিনাকে নিয়ে মন্তব্য করেছেন অমিশা পটেল। সেই মন্তব্যে স্পষ্ট, দম্পতির মধ্যে বরাবরই প্রেম ছিল।

করিনার সঙ্গে প্রেম দিবসে (১৪ ফেব্রুয়ারি) থাকবেন বলে একবার কাজ থেকে ছুটি নিয়েছিলেন সইফ। অমিশা বলেছেন, “তখন সদ্য করিনার সঙ্গে প্রেম শুরু হয়েছিল সইফের। আমাদের ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির শুটিং চলছিল। তার মধ্যেই আসে ভ্যালেন্টাইনস ডে।”

Advertisement

সইফ নাকি একদিন অমিশাকে ডেকে বলেছিলেন, “অমিশা, আমার এই দিনগুলোয় ছুটি চাই। কিন্তু আদি (আদিত্য চোপড়া) আমাকে তোমার সঙ্গে কথা বলে নিতে বলল, ছুটি নিয়ে বোঝাপড়ার জন্য। আমি আসলে করিনার সঙ্গে একটু লস অ্যাঞ্জেলেসে বেড়াতে যেতে চাই ওই সময়ে।” অমিশা তখন সইফের কথা শুনে বলেছিলেন, “ঠিক আছে। আমি বুঝে নেব। কোনও অসুবিধা নেই।” প্রসঙ্গত, ‘টশন’ ছবির শুটিং করতে গিয়ে সইফের সঙ্গে সম্পর্কের সূত্রপাত করিনার। ২০১২সালে চারহাত এক হয় সইফ করিনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement