ছোটপর্দার জন্য গান গাইবেন বিগ বি

‘কহানি’ ছবির ‘একলা চলো রে’ নিশ্চয়ই মনে আছে আপনাদের। অমিতাভ বচ্চনের ভরাট গলায় গানটি মন ছুঁয়ে গিয়েছিল সকলের। ফিল্মি কেরিয়ারে চরিত্রের প্রয়োজনে এর আগেও গান গেয়েছেন তিনি। ফের শোনা যাবে তাঁর বিখ্যাত গলা। তবে এ বার ছোটপর্দার জন্য গান গাইবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ১৮:২৩
Share:

‘কহানি’ ছবির ‘একলা চলো রে’ নিশ্চয়ই মনে আছে আপনাদের। অমিতাভ বচ্চনের ভরাট গলায় গানটি মন ছুঁয়ে গিয়েছিল সকলের। ফিল্মি কেরিয়ারে চরিত্রের প্রয়োজনে এর আগেও গান গেয়েছেন তিনি। ফের শোনা যাবে তাঁর বিখ্যাত গলা। তবে এ বার ছোটপর্দার জন্য গান গাইবেন। জানা গিয়েছে, ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ নামের একটি নতুন টিভি শোয়ের জন্য গান কম্পোজও করেছেন তিনি। প্রথম বার এ ধরনের কাজ করছেন বলে বেশ নার্ভাস বিগ বি। তাঁর কথায়, ‘‘গান কম্পোজ, রিহার্সাল সব কিছু নিয়ে বেশ চিন্তায় আছি। আশা করছি সবটা খুব ভাল ভাবে মিটবে।’’ ইতিমধ্যেই আসন্ন ওই শোয়ের ট্রেলার লঞ্চ করেছে। তা দেখে বেশ বোঝা যাচ্ছে হাসির মোড়কে এক নতুন অমিতাভকে দেখবেন দর্শকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement