কলকাতায় এসে টোটোও চালালেন অমিতাভ!

শীতের দুপুর। গন্তব্যস্থলে যেতে টোটোয় উঠে বসেছেন আপনি। ধীর গতিতে চলতে শুরু করল টোটো। কিন্তু চালকের দিকে তাকিয়ে তো আপনি অবাক। এ কী! চালকের আসনে স্বয়ং অমিতাভ বচ্চন! কোনও ভুল হচ্ছে না তো?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ১৭:২৪
Share:

শালিমার স্টেশনে অমিতাভ। ছবি: টুইটারের সৌজন্যে।

শীতের দুপুর। গন্তব্যস্থলে যেতে টোটোয় উঠে বসেছেন আপনি। ধীর গতিতে চলতে শুরু করল টোটো। কিন্তু চালকের দিকে তাকিয়ে তো আপনি অবাক। এ কী! চালকের আসনে স্বয়ং অমিতাভ বচ্চন! কোনও ভুল হচ্ছে না তো?

Advertisement

না, কোনও ভুল নেই। নীল চেক শার্ট, পরিপাটি করে আঁচ়ড়ানো চুল। এ তো খোদ বলিউডের শাহেনশা। কিন্তু টোটো চালাচ্ছেন কেন? পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘তিন’-এর শুটিংয়ে আপাতত কলকাতায় তিনি। আর শুটিংয়ের ফাঁকেই টোটোও চালিয়ে ফেললেন বিগ বি। ক্যামেরা যদি অন না থাকত আর পাশে নিরাপত্তারক্ষীরা যদি না দৌড়তেন, তা হলে বোঝা মুশকিল ঠিক কী হচ্ছে। আসলে চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন অমিতাভ।

আরও পড়ুন, মন খারাপ হলে কলকাতায় চলে আসি: অমিতাভ

Advertisement

গত শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই সে খবর দিয়েছেন নায়ক। হেসে জানিয়েছেন, ‘‘আরে কলকাতায় এসে তো কখনও সাইকেল, কখনও ভটভটি চালিয়েছি। এ বার টোটোও চালালাম। টুইটারে ছবি দিয়েছি। দেখবেন কিন্তু।’’

‘পিকু’তে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সাইকেল চালিয়েছেন অমিতাভ। আর এ বার হাওড়ার শালিমার স্টেশনে টোটো চালালেন। সব মিলিয়ে কলকাতার নস্টালজিয়ায় বুঁদ শাহেনশা।

আরও পড়ুন, অমিতাভের মন কেমন…

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement