গান গাইতে ভয় পান অমিতাভ!

অভিনয় তো বটেই, তাঁর গলার জাদুতেও মুগ্ধ তামাম দর্শক। কিন্তু তিনি নিজে মনে করেন গান গাওয়াটা বেশ ভয়ের। তিনি অমিতাভ বচ্চন। ‘কহানি’র পর এ বার ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘তিন’ ছবিতে শোনা যাবে বিগ্ বি-র গলায় গান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ১২:৩৮
Share:

অভিনয় তো বটেই, তাঁর গলার জাদুতেও মুগ্ধ তামাম দর্শক। কিন্তু তিনি নিজে মনে করেন গান গাওয়াটা বেশ ভয়ের। তিনি অমিতাভ বচ্চন। ‘কহানি’র পর এ বার ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘তিন’ ছবিতে শোনা যাবে বিগ্ বি-র গলায় গান।

Advertisement

সম্প্রতি ‘তিন’-এর প্রচারে বিগ বি বলেন, ‘‘আমি সঙ্গীতশিল্পী নই। আমাকে সে রকম ভাববেন না। গান গাওয়ার সময় বেশ ভয় পাই।’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তিন’-এর সঙ্গীত পরিচালক ক্লিনটন সেরেজো। অমিতাভ আরও বলেন, ক্লিনটনের থেকে ছ’ইঞ্চি দূরে বসে তাঁর এসব নিয়ে কথা বলতেও বেশ ভয় করছে।

‘তিন’-এ ‘কিউ রে’ গানটি নিজেই গেয়েছেন অমিতাভ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত যতটুকু অমিতাভের গলায় রেকর্ড করা হয়েছে, সবটাই বাতিল করে দিয়েছেন ক্লিনটন। পরিচালক জানিয়েছেন, রেকর্ডিং-এর সময় ক্লিনটনকে স্টুডিওতে পাঠাবেন তিনি। তা শুনে নাকি আরও ভয় পেয়ে গিয়েছেন শাহেনশা।

Advertisement

আরও পড়ুন

আট বছর ধরে কাকে খুঁজছেন অমিতাভ?

রাস্তাতেই ঘুমিয়ে পড়লেন অমিতাভ!

মুক্তি পেল ‘তিন’-এর প্রথম পোস্টার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন