মন খারাপ হলে কলকাতায় চলে আসি: অমিতাভ

হাতে সবুজ ব্যান্ডের ঘড়ি, পায়ে বাঘছাল ছাপের পাম্প শ্যু। ছ’ফুটিয়া চেহারাটা ঘরে ঢুকেই সোজা হেঁটে পৌঁছে গেলেন স্টেজে। বসলেন নির্দিষ্ট আসনে। মুহূর্তে ম্যাজিক তৈরি হল গ্র্যান্ডের বলরুমে। তিনি অমিতাভ বচ্চন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ২৩:১৫
Share:

আড্ডার মুডে শাহেনশা।— নিজস্ব চিত্র।

হাতে সবুজ ব্যান্ডের ঘড়ি, পায়ে বাঘছাল ছাপের পাম্প শ্যু। ছ’ফুটিয়া চেহারাটা ঘরে ঢুকেই সোজা হেঁটে পৌঁছে গেলেন স্টেজে। বসলেন নির্দিষ্ট আসনে। মুহূর্তে ম্যাজিক তৈরি হল গ্র্যান্ডের বলরুমে। তিনি অমিতাভ বচ্চন। কলকাতায় ঋভু দাশগুপ্তের ‘তিন’ ছবির শুটিংয়ের ফাঁকেই পরিচালক বিজয় নামবিয়ারের ‘ওয়াজির’ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি। ছবিতে পক্ষাঘাতে আক্রান্ত এক গ্র্যান্ডমাস্টারের ভূমিকায় অভিনয় করবেন বিগ বি। এ ছাড়াও রয়েছেন ফারহান আখতার এবং অদিতি রাও হায়দারি।

Advertisement

কিন্তু কোন খেলা যে কখন কোথায় ঘুরে যায়, তা বুঝে ওঠা সত্যি মুশকিল। এক জন হুইল-চেয়ার বন্দি দুঁদে দাবাড়ু, অন্য জন এটিএস অফিসার। দুর্ভাগ্য তাঁদের দু’জনকেই নিয়ে এসেছে এক দাবার টেবিলে। শেষ বাজি কে জিতবে তা অবশ্য এ দিন খোলসা করেননি শাহেনশা।

কলকাতায় সাংবাদিক বৈঠক, আর অমিতাভ নস্টালজিক হবেন না, তাও আবার হয়? ‘‘১৯৬২। আমার প্রথম চাকরি এই শহরে। পার্ক স্ট্রিট তো কিছুই পাল্টায়নি। এখনও মন খারাপ হলেই এখানে চলে আসি,’’ বলতে বলতে কিছুটা উদাস অমিতাভ। ৭৩-এ পৌঁছেও নতুন করে কোনও স্বপ্ন দেখেন ইন্ডাস্ট্রির বটগাছ-সম মানুষটি? মুচকি হেসে অমিতাভ জানালেন, ‘‘আমার একটাই স্বপ্ন, শেষ দিন পর্যন্ত যেন কাজ পাই। ৪৫ বছর ধরে যে বলিউড আমাকে সহ্য করছে এর জন্য ধন্যবাদ।’’ তবে সম্প্রতি যে অসহিষ্ণুতা ইস্যু নিয়ে বলি মহলে তোলপাড় চলছে সে বিষয়ে মুখ খুলতে নারাজ অভিনেতা। বরং খাওয়া-দাওয়া নিয়ে তাঁর ভারী উত্সাহ। কলকাতায় এসে মিষ্টি দইতে ডুবিয়ে রসগোল্লা খাওয়া নাকি তাঁর সেরা পাসটাইম।

Advertisement

আরও পড়ুন, ‘ওয়াজির’-এর ট্রেলরে ফারহান অদিতির প্রেম

এ দিনের আড্ডায় মূল টার্গেট ‘ওয়াজির’ হলেও ধরা দিলেন এক খোলামেলা অমিতাভ। নাতনিকে মিস করলে যিনি শুটিংয়ের ফাঁকে স্কাইপে কথা সেরে নেন। আবার প্রত্যেক দিন শুটিংয়ে জুনিয়রদের থেকে শিখতে চান প্রাণভরে।

‘শয়তান’ দিয়ে সাড়া জাগিয়ে পরিচালক হিসেবে বলিউডে প্রবেশ করেছিলেন বিজয় নাম্বিয়ার। সেই বিজয়েরই পরিচালনায় এ বার অমিতাভ বচ্চন আর ফারহান আখতার। এই লোভনীয় কম্বিনেশন এখনও কিন্তু বড় পর্দায় দেখেনি ফিল্মি দুনিয়া। ফলে ছবিকে ঘিরে অপেক্ষার পারদ চড়ছে। আগামী ৮ জানুয়ারি সমাধান হবে সব রহস্য। এ ছবিতে ফারহানের সঙ্গে গানও গেয়েছেন শাহেনশা। শুনে নিন তারই কয়েক লাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন