এক কোটি নব্বই লক্ষের মাইলস্টোন পেরিয়ে ট্যুইটারে ‘টপার’ অমিতাভ

তিনিই ছিলেন এক সময়ের বলিউডের ডন। তিনি আজও বলিউডের শাহেনশা। বলিউডের তখ্‌ত-এ এখনও পর্যন্ত তাঁর রাজত্বকাল প্রায় ৪৭ বছরের। তিনি এখনও সমান জনপ্রিয় দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রিয় মানুষের কাছে। এ বার তার প্রমাণ আবার মিলল। বি টাউনের তিন খান অর্থাত্ শাহরুখ, সলমন আর আমিরকে বেশ খানিকটা পেছনে ফেলে ট্যুইটারে ভারতীয়দের মধ্যে ‘টপার’ আগেই হয়েছিলেন ৭৩ বছরের যুবক অমিতাভ বচ্চন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১৭:২১
Share:

বলিউডে ট্যুইটারে ‘টপার’ শাহেনশা।

তিনিই ছিলেন এক সময়ের বলিউডের ডন। তিনি আজও বলিউডের শাহেনশা। বলিউডের তখ্‌ত-এ এখনও পর্যন্ত তাঁর রাজত্বকাল প্রায় ৪৭ বছরের। তিনি এখনও সমান জনপ্রিয় দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রিয় মানুষের কাছে। এ বার তার প্রমাণ আবার মিলল। বি টাউনের তিন খান অর্থাত্ শাহরুখ, সলমন আর আমিরকে বেশ খানিকটা পেছনে ফেলে ট্যুইটারে ভারতীয়দের মধ্যে ‘টপার’ আগেই হয়েছিলেন ৭৩ বছরের যুবক অমিতাভ বচ্চন। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, বর্তমানে ট্যুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা এক কোটি নব্বই লক্ষ পেরিয়েছে। বলিউডের তারকাদের মধ্যে তিনিই প্রথম এই মাইলস্টোন ছুঁলেন। সুপারস্টার শাহরুখের ফলোয়ারের সংখ্যা ১.৭৫ কোটি, আমিরের ১.৬২ কোটি এবং সলমনের ১.৫৮ কোটি। ঘটনায় খুশি অমিতাভ নিজেও। খুশি দেশ-বিদেশে তাঁর অসংখ্য ফ্যানরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement