Navya Naveli Nanda

আইআইএম থেকে স্নাতকোত্তর, সিনেমায় আসবেন না কেন, জানালেন অমিতাভ-পৌত্রী নব্যা

পড়াশোনা শেষ করে বলিউডে নায়িকা হবেন না। নব্যার সাফ কথা, ‘‘আমার আগ্রহ নেই। যদিও যে কোনও হিন্দি গানের নাচের স্টেপ আমার মুখস্থ।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২০:১৯
Share:

কী কারণে বলিউডে অনীহা অমিতাভ-পৌত্রী নব্যার? ছবি: সংগৃহীত।

সদ্য আইআইএম অহমদাবাদ থেকে এমবিএ পাশ করেছেন নব্যা নভেলি নন্দা। স্নাতকের পড়াশোনা বিদেশ থেকে করলেও স্নাতকোত্তর পর্ব করলেন দেশেই। নব্যা জানান, এমবিএ পাশ করা মুখের কথা নয়, তা যদি হয় আইআইএম থেকে তা হলে সেটা দ্বিগুণ কঠিন। তবে পড়াশোনা শেষ করে বলিউডে নায়িকা হবেন না তিনি। নব্যার সাফ কথা, ‘‘আমার আগ্রহ নেই। যদিও যে কোনও হিন্দি গানের নাচের স্টেপ আমার মুখস্থ।’’

Advertisement

অমিতাভ বচ্চনের নাতনি তিনি। বাড়িতে মামা-মামি-দিদা সকলেই অভিনেতা। তবে নব্যা অবশ্য মা শ্বেতা বচ্চনের মতোর পর্দায় পিছনে থাকতে চান। নব্যাকে রুপোলি পর্দা নয়, বরং বিশেষ ভাবে আকর্ষণ করে তাঁর বাবা নিখিল নন্দার কাজ। অমিতাভের জামাইয়ের ট্র্যাক্টর তৈরির সংস্থা রয়েছে। নব্যার কথায়, ‘‘বাবা কাজ থেকে ফিরলেই আমি অফিসের কথা জিজ্ঞেস করতাম। আমার ওই দিকেই উৎসাহ। অভিনয় পেশাটার উপর যথেষ্ট সম্মান রেখেই বলছি, কখনও অভিনেত্রী হব না। যে বিষয়ে আমি ১০০ শতাংশ আগ্রহী নই, সেই কাজটাই করা অনুচিত। এই শিক্ষাই আমার বাবা-মা দিয়েছেন। আমি সেটাই মেনে চলছি।’’ আর আমার উৎসাহ ব্যবসায়, অভিনয়ে নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement