কেমন জীবনযাপন করেন অমিতাভ-পৌত্রী নব্যা? ছবি: সংগৃহীত।
অভিনয় থেকে দূরে থেকেছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নবেলী নন্দ। সফল উদ্যোগপতি হওয়াই তাঁর লক্ষ্য। তাই অভিনেতার পরিবারের হলেও, রুপোলি জগৎ থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি। নব্যা আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট) অহমদাবাদের ছাত্রী। সেখান থেকেই এমবিএ করেছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে কেমন কাটত তাঁর জীবন, তুলে ধরলেন নব্যা।
আইআইএম-এ বন্ধুদের ছবিও ভাগ করে নিয়েছেন নব্যা। একটি ছবিতে দেখা যাচ্ছে, কলেজ ক্যাম্পাসে পাঁচিলে বন্ধুদের সঙ্গে বসে আছেন নব্যা। কোথাও আবার বান্ধবীদের সঙ্গে আড্ডায় মশগুল। একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে কোনও একটি বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন। কী খাওয়াদাওয়া করতেন, সেই ঝলকও ভাগ করে নিয়েছেন। তার মধ্যে রয়েছে রুটি, ডাল, ভাত, নানা রকমের সব্জি, লস্যি। এমন নানা টুকরো টুকরো মুহূর্তই নব্যার সবচেয়ে প্রিয়। তাই তিনি লিখেছেন, “সবচেয়ে হাসিখুশি মানুষদের সঙ্গে সবচেয়ে সুখের সময়।”
নব্যাকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি অভিনয়ে আসতে চান না। তিনি উত্তর দিয়েছিলেন, “আমার আগ্রহ নেই। যদিও যে কোনও হিন্দি গানের নাচের স্টেপ আমার মুখস্থ।”
নব্যা জানিয়েছিলেন, শৈশব থেকেই তাঁর ব্যবসার দিকেই ঝোঁক বেশি। তাঁর কথায়, “বাবা কাজ থেকে ফিরলেই আমি অফিসের কথা জিজ্ঞেস করতাম। আমার ওই দিকেই উৎসাহ। অভিনয় পেশাটার উপর যথেষ্ট সম্মান রেখেই বলছি, কখনও অভিনেত্রী হব না। যে বিষয়ে আমি ১০০ শতাংশ আগ্রহী নই, সেই কাজটাই করা অনুচিত। এই শিক্ষাই আমার বাবা-মা দিয়েছেন। আমি সেটাই মেনে চলছি।”