‘মা’র সান্নিধ্যে বিগ বি

অগুনতি ছবিতে তিনি ‘মা’। বলিউডের চিরন্তন মাতৃত্বের অভিনয় যেন তাঁর মুঠোতেই বন্দি। তিনি সুলোচনা লাতকর। পর্দায় সন্তানের সুখের জন্য যে কোনও আত্মত্যাগে পিছপা হন না— এমন ‘মা’-কে বিভিন্ন ছবিতে মূর্ত করেছিলেন সুলোচনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

প্রণাম। ছবি: টুইটারের সৌজন্যে।

অগুনতি ছবিতে তিনি ‘মা’। বলিউডের চিরন্তন মাতৃত্বের অভিনয় যেন তাঁর মুঠোতেই বন্দি। তিনি সুলোচনা লাতকর। পর্দায় সন্তানের সুখের জন্য যে কোনও আত্মত্যাগে পিছপা হন না— এমন ‘মা’-কে বিভিন্ন ছবিতে মূর্ত করেছিলেন সুলোচনা। ১৯৭০-এর দশকে মনোজকুমার, দেব আনন্দ অথবা মেহমুদের মায়ের ভূমিকায় সুলোচনা এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন যে, তিনি না-থাকলে রুপোলি পর্দা ফাঁকা ফাঁকা লাগত। বৃহস্পতিবার তিনি পা দিলেন ছিয়াশিতে। এই উপলক্ষে তাঁর কৃতি ‘স্ক্রিন-সন্তান’ অমিতাভ বচ্চন তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন তাঁর বাড়িতে। বিগ-বি নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর এই ‘মাতৃদর্শন’এর কাহিনি। ১৯৭৫-এর ‘ফরার’-এ অমিতাভের মায়ের ভূমিকায় সুলোচনার উপস্থিতি ছিল নজরকাড়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন