Anil Kapoor Movie

২৫ বছর পরে তৈরি হচ্ছে ‘নায়ক ২’, এই ছবিতেও কি শিবাজী হিসাবে দেখা যাবে অনিল কপূরকে?

২০০১-এ মুক্তি পেয়েছিল অনিল কপূর অভিনীত ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ ছবিটি। ২৫ বছর পরে তৈরি হচ্ছে ছবির দ্বিতীয় অধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৩:০০
Share:

কবে তৈরি হবে ‘নায়ক ২’? ছবি: সংগৃহীত।

শিবাজী রাওকে মনে আছে? ২৫ বছর আগে যার চোখা প্রশ্ন অভিভূত করেছিল দর্শককে। ২০০১-এ মুক্তি পেয়েছিল অনিল কপূর অভিনীত ‘নায়ক: দ্য রিয়্যাল হিরো’ ছবিটি। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাঁকে। এতগুলো বছর পরে এ বার তৈরি হবে ‘নায়ক ২’। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কাকে?

Advertisement

নতুন ছবিতে কাকে দেখা যাবে, সেই বিষয়ে কিছুই এখনও খোলসা করা হয়নি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নতুন ছবি প্রযোজনার দায়িত্বে থাকবেন অনিল। পরে অবশ্য এই খবর নিশ্চিত করেছেন পরিচালক দীপক মুকুট। তিনি বলেছেন, “এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে চাই না। সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। কারা অভিনয় করবেন, এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। তবে এটা ঠিক যে, এই ছবিটিতে সহ-প্রযোজক হিসাবে থাকবেন অনিলজি।” অর্থাৎ, নায়ক বা নায়িকা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয়ের ধারা পরিবর্তন করেছেন অনিল। সেই অনুযায়ী বেছে বেছে কাজ করেন তিনি। ২৫ বছর আগে যখন ‘নায়ক’ মুক্তি পেয়েছিল, সে সময় বক্সঅফিসে বিপুল সাড়া ফেলেছিল এই ছবি। ফলে ছবির দ্বিতীয় অধ্যায়ের খবর নিয়েও খুব উত্তেজিত দর্শক। এ প্রসঙ্গে এখনও কোনও কথা বলেননি অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement