সোনমের আরও উন্নতির প্রয়োজন, সমালোচনা অনিলের

‘নীরজা’ দেখে এক দিকে যখন ধন্য ধন্য করছেন সকলে ঠিক তখনই প্রবল সমালোচনার মুখে পড়লেন সোনম কপূর। সমালোচক খোদ সোনমের বাবা অনিল কপূর। ‘নীরজা’ দেখে অভিজ্ঞ অভিনেতা বললেন, ‘‘সোনমের আরও উন্নতির প্রয়োজন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৮
Share:

‘নীরজা’ দেখে এক দিকে যখন ধন্য ধন্য করছেন সকলে ঠিক তখনই প্রবল সমালোচনার মুখে পড়লেন সোনম কপূর। সমালোচক খোদ সোনমের বাবা অনিল কপূর। ‘নীরজা’ দেখে অভিজ্ঞ অভিনেতা বললেন, ‘‘সোনমের আরও উন্নতির প্রয়োজন।’’ তিনি আরও জানিয়েছেন, কেউ হয়তো পৃথিবীর সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন কিন্তু তাঁকেও প্রতিনিয়ত শেখার মধ্যেই থাকতে হয়। পারফরম্যান্সের জন্য দর্শকদের কেমন প্রশংসা পাওয়া গেল, সেটাই বড় কথা নয়। সোনমের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য।
গত বুধবার ‘নীরজা’র বিশেষ শো সপার্ষদ দিল্লিতে দেখেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বলিউড তো বটেই, এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা সোনমের অভিনয়ের প্রশংসা করেছেন।

Advertisement

আরও পড়ুন

নীরজা-কে ভাল না বেসে উপায় নেই

Advertisement

বাস্তবেও নীরজা, জ্বলন্ত গাড়ির মধ্যে থেকে বন্ধুকে বাঁচিয়েছিলেন ছোট্ট সোনম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement