Saraswati Puja 2025

পাঞ্জাবি-ডেনিম, শাড়িতে ফুরফুরে মেজাজে, শুটিং ভুলে সরস্বতী আরাধনায় ব্যস্ত ডিরেক্টরস গিল্ড

পুজো মিটতেই হাতে হাতে প্রসাদ তুলে দেন সংগঠনের সদস্য পরিচালকেরা। উপস্থিত প্রযোজক শ্রীকান্ত মোহতা, সৃজিত মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ, শুভ্রজিৎ মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজিত রিনো দত্ত-সহ আরও অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৫
Share:

সরস্বতী পুজো উপলক্ষে সকলে এক সঙ্গে খুশির মেজাজে। ছবি: সংগৃহীত।

লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন— শব্দগুলি যেন জানেনই না! প্রত্যেকে সকাল সকাল প্রজাপতির মতোই উড়ে বেড়াচ্ছেন। যেন কিশোর বেলা ডাক দিয়েছে তাঁদের। সরস্বতী পুজো শুটিং ভুলিয়ে দিয়েছে। ভারতলক্ষ্মী স্টুডিয়োয় ডিরেক্টর্স গিল্ড-এর ছিমছাম পুজো।

Advertisement

বিশুদ্ধ সিন্ধান্ত মেনে সকাল ১০. ৪৫ মিনিটে পুজো শুরু। আগের দিন অনির্বাণ ভট্টাচাৰ্য, শীর্ষেন্দু বর্মা প্রতিমা নিয়ে এসেছেন। ডাকের সাজের প্রতিমা। অনির্বাণ বলেন, “দেবীর চোখেমুখে অনাবিল স্নিগ্ধতা। অপার শান্তির প্রলেপ।” পুজোর দিন সকালেও হাতে হাতে কাজ করতে দেখা গিয়েছে। এ দিন সকাল থেকে উপস্থিত সম্পাদক সুদেষ্ণা রায়। তিনি বলেন, “সেই ২০১৮ সালে গিল্ড তৈরি হয়েছিল। প্রতি বছর কলেবর বেড়েছে। কিন্তু নিয়মিত বৈঠক ছাড়া আর কিছুই হয় না। সেই জায়গা থেকেই এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন।”

পুজো মিটতেই হাতে হাতে প্রসাদ তুলে দেন সংগঠনের সদস্য পরিচালকেরা। উপস্থিত প্রযোজক শ্রীকান্ত মোহতা, সৃজিত মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ, শুভ্রজিৎ মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজিত রিনো দত্ত-সহ আরও অনেকে। এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সঙ্গী ঋতুপর্ণা অভিনীত ‘দত্তা’ ছবির পরিচালক নির্মল চক্রবর্তী। দুপুরে ভোগেরও এলাহি আয়োজন। মেনুতে খিচুড়ি, ভাজা, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement