Ankita Lokhande Vicky Jain

স্বামীকে লক্ষ্য করে জুতো ছুড়লেন অঙ্কিতা, মারলেন চড়! কী এমন কথা বললেন ভিকি?

ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তাঁর চরিত্রে কাদা ছেটানো— কিছুই বাদ রাখেননি অঙ্কিতা। অন্য দিকে, ভিকিও অঙ্কিতার উদ্দেশে প্রকাশ্যে কটূক্তি করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪
Share:

অঙ্কিতা-ভিকির দাম্পত্য কলহ। ছবি: সংগৃহীত।

গত বছর ‘বিগ বস্ ১৭’-এর ঘরে থাকাকালীন অশান্তি লেগেই থাকত অঙ্কিতা লোখাণ্ডে ও তাঁর স্বামী ভিকি জৈনের মধ্যে। ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তাঁর চরিত্রে কাদা ছেটানো— কিছুই বাদ রাখেননি অঙ্কিতা। অন্য দিকে, অভিনেত্রীর স্বামীও কম যান না। তিনিও অঙ্কিতার উদ্দেশে কটূক্তি করেন। প্রকাশ্যে অঙ্কিতাকে অপমান করেন। এমনকি, ভিকির বিরুদ্ধে এই অভিযোগও ওঠে যে, তিনি নাকি অভিনেত্রীকে থাপ্পড় মারতে উদ্যত হয়েছিলেন। তবে ‘বিগ বস্’-এর ঘরের খেলা শেষ হয়েছে। বাস্তব জীবনে ফিরছেন তাঁরা। যদিও এই মুহূর্তে নতুন এক রিয়্যালিটি শোয়ে দেখা যাচ্ছে তাঁদের। এখানেও জুটিতে হাজির হয়েছেন তাঁরা। এ বার শোয়ের মাঝে স্বামীর গালে চড় বসালেন অঙ্কিতা!

Advertisement

ভালবেসেই একে অপরের হাত ধরেছিলেন ভিকি-অঙ্কিতা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর কঠিন সময়ে অঙ্কিতার হাত শক্ত করে ধরেছিলেন ভিকি। তবু এখন সেই ভালবাসাই নাকি দমবন্ধ হয়ে উঠেছে অভিনেত্রীর স্বামীর কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম-ভালবাসার প্রসঙ্গ উঠতেই ভিকি বলেন, ‘‘এই ভালবাসাটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।’’ স্বামীর মুখে সেই কথা শুনে অভিনেত্রী বলেন, ‘‘যা তুই এখান থেকে। ভালবাসা চাপানো হয়েছে যখন থাকতে হবে না।’’ বলেই একটা জুতো ছুড়ে মারেন। শুধু তাই নয়, স্বামীর গালে একটা চড়ও বসান। আসলে গোটাটাই হয়েছে খুনসুটির ছলে। অঙ্কিতা বরাবরই জানিয়েছেন, তাঁদের সম্পর্কে যাই ওঠাপড়া আসুক তিনি স্বামীকে ছেড়ে কখনও যাবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement