Entertainment News

দু’জন হট পার্সোনালিটির মাঝে স্যান্ডউইচ হলেন অঙ্কুশ!

কয়ের ঘণ্টা আগে টুইটারে একটি সেলফি পোস্ট করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবিতে মাঝে রয়েছেন অঙ্কুশ...।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ১৬:৫০
Share:

সেলফি মুডে অঙ্কুশ। ছবি: টুইটারের সৌজন্যে।

ঠিকই পড়ছেন। এটাই সত্যি। দু’জন হট পার্সোনালিটির মধ্যে পড়ে স্যান্ডউইচ হওয়ার কথা স্বীকার করলেন খোদ অঙ্কুশ!

Advertisement

বিষয়টা ঠিক কী?

আরও পড়ুন, অনেক প্রথমকে নিয়েই রাজ-দেবের ‘চ্যাম্প’

Advertisement

কয়ের ঘণ্টা আগে টুইটারে একটি সেলফি পোস্ট করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবিতে মাঝে রয়েছেন অঙ্কুশ। দু’পাশে রাজ ও ঐন্দ্রিলা। কাজের জন্য যে তাঁরা মুম্বই গিয়েছেন তা রাজের ক্যাপশনে স্পষ্ট। সেই ছবিই টুইটারে শেয়ার করেছেন অঙ্কুশ। সেখানে তিনি লিখেছেন, দু’জন হট মানুষের মাঝে তাঁর অবস্থা নাকি স্যান্ডউইচের মতো! অঙ্কুশ যে সব সময় মজা করতে পছন্দ করেন, তা এক বাক্যে স্বীকার করে নেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। এখানেও তার ব্যতিক্রম নয়।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর অঙ্কুশকে নিয়ে নতুন ছবি শুরু করছেন রাজ। তারই শুটিংয়ের কাজে সম্ভবত মুম্বই পাড়ি দিয়েছেন তাঁরা। অঙ্কুশের সঙ্গে রয়েছেন বান্ধবী ঐন্দ্রিলাও। আর সেখানে তোলা ছবি নিয়ে সোশ্যাল ওয়ার্ল্ডে মজা করেছেন অঙ্কুশ। & _ 🕺🎬🎥

ইন্ডাস্ট্রি সূত্রে খবর অঙ্কুশকে নিয়ে নতুন ছবি শুরু করছেন রাজ। তারই শুটিংয়ের কাজে সম্ভবত মুম্বই পাড়ি দিয়েছেন তাঁরা। অঙ্কুশের সঙ্গে রয়েছেন বান্ধবী ঐন্দ্রিলাও। আর সেখানে তোলা ছবি নিয়ে সোশ্যাল ওয়ার্ল্ডে মজা করেছেন অঙ্কুশ। & _ 🕺🎬🎥

ইন্ডাস্ট্রি সূত্রে খবর অঙ্কুশকে নিয়ে নতুন ছবি শুরু করছেন রাজ। তারই শুটিংয়ের কাজে সম্ভবত মুম্বই পাড়ি দিয়েছেন তাঁরা। অঙ্কুশের সঙ্গে রয়েছেন বান্ধবী ঐন্দ্রিলাও। আর সেখানে তোলা ছবি নিয়ে সোশ্যাল ওয়ার্ল্ডে মজা করেছেন অঙ্কুশ। & _ 🕺🎬🎥

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement