Anupam Kher

নিজস্বী তুলতে চেয়েছিলেন এক অনুরাগী, ছবি তুলতে গিয়ে হঠাৎ কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুপম

এখন প্রায় সবার হাতেই দেখা যায় ‘স্মার্টফোন’। যার মাধ্যমে ছবি তোলা কোনও ব্যাপারই নয়। কিন্তু সম্প্রতি এক অনুরাগীর জন্য আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুপম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:০৩
Share:

অনুরাগীর জন্য কী করলেন অনুপম? ছবি: সংগৃহীত।

আগে পর্দার তারকাদের সামনে দেখলে সই নেওয়ার হিড়িক পড়ত। এখন সবাই নিজস্বী নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি, গুরুগ্রামের সোহনা অঞ্চলে নতুন ছবির শুটিং করছিলেন অভিনেতা অনুপম খের। সেখানেই তাঁর এক ভক্ত নিজস্বী তোলার জন্য অনুরোধ করেন অভিনেতাকে। ছবি তুলতে গিয়ে কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা?

Advertisement

এখন প্রায় সবার হাতেই দেখা যায় ‘স্মার্টফোন’। যার মাধ্যমে ছবি তোলা কোনও ব্যাপারই নয়। অনুপম যেখানে শুটিং করছিলেন সেখানে নিরাপত্তার দায়িত্বে যে ব্যক্তি ছিলেন তিনিই সে দিন অভিনেতার সঙ্গে নিজস্বী তোলার ইচ্ছা প্রকাশ করেন। ছবি তোলার সময় অভিনেতা দেখেন ওই ব্যক্তির হাতে সেই পুরনো দিনের ফোন। যার মাধ্যমে নিজস্বী তোলা খুব কঠিন ব্যাপার। তাই অনুপমের দেখে খুব খারাপ লাগে। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির জন্য ‘স্মার্ট’ মুঠোফোন কেনেন অভিনেতা।

সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সর্বত্র। অনুপমের এই ব্যবহার মন ছুঁয়েছে সবার। অভিনেতাকে প্রশংসায় ভরিয়েছেন সবাই। অনুপম অনুরাগীকে কথা দেন, নতুন ফোন এলে প্রথম ছবি তাঁর সঙ্গেই তুলবেন অভিনেতা। যেমন কথা তেমনই কাজ। প্রিয় অভিনেতার থেকে এমন উপহার পেয়ে খুশি সেই ব্যক্তিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement