‘নারী-বিদ্বেষী, ক্ষমতাহীন পুরুষরাই এ সব করেন’

মাঠে অসফল বিরাট কোহালি। তবে তার দায়ে টুইটারে আক্রোশের মুখে পড়েন অনুষ্কা শর্মা। এক বার নয় বারবার। বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক আছে কি নেই—তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা ব্যঙ্গ-উপহাসের পাত্রী তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০৯:০২
Share:

মাঠে অসফল বিরাট কোহালি। তবে তার দায়ে টুইটারে আক্রোশের মুখে পড়েন অনুষ্কা শর্মা। এক বার নয় বারবার। বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক আছে কি নেই—তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা ব্যঙ্গ-উপহাসের পাত্রী তিনি। এর আগে অবশ্য অনুষ্কার হয়ে মুখ খুলেছিলেন বিরাট। আর এ বার নিজেই সমালোচকদের একহাত নিলেন সুলতানের ‘আরফা’। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, দিনের পর দিন ধরে চলতে থাকা এই ‘অসম্মানজনক’ ইন্টারনেট ট্রোল মেনে নেওয়া খুবই কষ্টের।

Advertisement

চলতি বছরের মার্চ মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অনুষ্কাকে তাঁর খেলতে না পারার জন্য দায়ী না করতে আহ্বান জানিয়েছিলেন বিরাট। আরও লিখেছিলেন, অনুষ্কা সব সময় তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন। ভাল করার ইচ্ছে জুগিয়েছেন। তবে তাতেও বন্ধ হয়নি ট্রোলের বাড়াবাড়ি।

ওই সাক্ষাৎকারে অনুষ্কা স্পষ্ট বলেন, ‘‘আমার বন্ধুদের চেয়েও আমাকে নিয়ে বেশি ট্রোল হয়। প্রথম প্রথম ভাবতাম কী বলব। তবে এখন আর কিছু যায় আসে না।’’ ট্রোলের কারণের সঙ্গে অনুষ্কা কখনই সরাসরি যুক্ত থাকেন না। সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, ‘‘আমার ছবি নিয়ে বা আমি কিছু ভুল করলে তা নিয়ে ট্রোল হওয়া এক রকম। কিন্তু যার সঙ্গে আমার কোনওরকম যোগাযোগ নেই সেই নিয়ে বিদ্রুপের পাত্রী হওয়া কষ্টের।’’ যাঁরা এ ধরনের পোস্ট করেন, তাঁদের উদ্দেশে অনুষ্কার কটাক্ষ: ‘‘আমার মতে, নারী-বিদ্বেষী, ক্ষমতাহীন পুরুষ মহিলাদের ছোট করে দেখানোর জন্যই এ সব করেন। কারণ এক জন সফল কর্মরতা মহিলার অর্থ ও স্বাধীনতা দেখে তাদের অহংবোধ আঘাত পায়।’’

Advertisement

৬ জুলাই মুক্তি পেতে চলেছে অনুষ্কার নতুন ছবি ‘সুলতান’। মহিলা কুস্তিগিরের চরিত্রে পর্দায় তাঁর প্রতিপক্ষকে কী ভাবে মাত দেন দেখতে আগ্রহী ভক্ত-অনুরাগীরা। সেই ছবি নিয়ে কথা বলার ফাঁকেই সমালোচকদের মোক্ষম জবাব দিলেন অনুষ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement