Entertainment News

বিরাটের সম্পর্কে একটি স্বীকারোক্তি প্রকাশ্যে আনলেন অনুষ্কা

কিছু দিন আগেই ‘জিরো’র প্রোমোশন শেষ করে বিরাটের কাছে অস্ট্রেলিয়ায় গিয়েছেন অনুষ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ১৮:৫৩
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। বলিউড এবং ক্রিকেটের দুনিয়ায় হট কাপল। সদ্য এক বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন দম্পতি। এর মধ্যেই বিরাটের সম্পর্কে একটি বিশেষ স্বীকারোক্তি প্রকাশ্যে আনলেন অনুষ্কা।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় বিরাটের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা। ক্যাপশনে লিখেছেন, ‘তুমিই আমাকে এত খুশি রাখো।’ অর্থাত্ বিরাটের কারণেই অনুষ্কার জীবনের বেশির ভাগ ভাল-লাগা, আনন্দের মুহূর্ত তৈরি হয়। অনুষ্কা এমনটাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

কিছু দিন আগেই ‘জিরো’র প্রোমোশন শেষ করে বিরাটের কাছে অস্ট্রেলিয়ায় গিয়েছেন অনুষ্কা। নতুন বছরের শুরুটাও সিডনিতেই কাটিয়েছেন দম্পতি। এই মুহূর্তে খেলার মাঠেও এগিয়ে বিরাটের দল। চার টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে ভারত। ফলে ফুরফুরে মেজাজে সময় কাটছে দম্পতির।

Advertisement

আরও পড়ুন, বর্ষবরণের রাতে কার সঙ্গে ছিলেন অমিতাভের নাতনি নভ্যা?

You make me such a happy girl 💜

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement