নিন্দের মুখে অনুষ্কা

প্রডাক্ট এনডর্সমেন্টের ক্ষেত্রে অনুষ্কা বা বিরাটের নিজস্ব কতকগুলি নিয়ম আছে। বিরাট যেমন কোনও দিন সফ্‌ট ড্রিঙ্কের বিজ্ঞাপন করবেন না বলে বদ্ধপরিকর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০০:০৫
Share:

অনুষ্কা শর্মা।

একটি পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে সমালোচিত হলেন অনুষ্কা শর্মা। টুইটারে সেই বিজ্ঞাপন শেয়ার করেছিলেন অভিনেত্রী। তার পর থেকেই ছুটছে নিন্দার বন্যা! কেউ বলছেন, ‘বিজ্ঞাপনটি জঘন্য! পানমশলার মতো ক্ষতিকর জিনিসের বিজ্ঞাপন করে কী লাভ হল ওঁর?’ আবার কেউ বলছেন, ‘ওঁর স্বামী (বিরাট কোহালি) বলেন, ক্ষতিকারক প্রডাক্টের বিজ্ঞাপন করবেন না। আর ও দিকে স্ত্রী পানসুপারির প্রচার করছেন!’

Advertisement

প্রডাক্ট এনডর্সমেন্টের ক্ষেত্রে অনুষ্কা বা বিরাটের নিজস্ব কতকগুলি নিয়ম আছে। বিরাট যেমন কোনও দিন সফ্‌ট ড্রিঙ্কের বিজ্ঞাপন করবেন না বলে বদ্ধপরিকর। অনুষ্কাও তেমন প্রতিশ্রুতি দিয়েছেন, কোনও দিন ফেয়ারনেস ক্রিমের এনডর্সমেন্ট না করার।

কিন্তু পানমশলার বিজ্ঞাপন করে নিজের ইমেজের কিছুটা যে ক্ষতি তিনি করে ফেললেন, সেই কথাই বলছেন টুইটার ব্যবহারকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement