Archana Palangdar

দুবাইয়ে আনন্দ করতে চেয়েছিলেন, অর্চনা পূরণ সিংহের জীবনে ঘটে গেল বড় অঘটন!

৪ মিনিটের জন্য মাথাপিছু প্রায় ৩০ হাজার টাকা দাবি করা হয়। সেখানেই টিকিট কেটে অর্চনা খোয়ালেন হাজার হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১২:৪৭
Share:

দুবাইয়ে আনন্দ করতে গিয়ে কী ঘটল অর্চনার সঙ্গে? ছবি: সংগৃহীত।

সপরিবার দুবাই ঘুরতে গিয়েছিলেন অর্চনা পূরণ সিংহ। বিশ্বের অন্যতম বিলাসবহুল শহরে নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে মজেন পর্যটকেরা— ‘স্কাই ডাইভিং’ তার অন্যতম। কয়েক মিনিটের ভাড়া বাবদ হাজার হাজার টাকা নেওয়া হয়। ৪ মিনিটের জন্য মাথাপিছু প্রায় ৩০ হাজার টাকা নেওয়া হয়। আর তাতেই বিপত্তি।

Advertisement

দুবাইয়ের একটি সংস্থার ওয়েবসাইট থেকে ‘স্কাই ডাইভিং’-এর জন্য টিকিট কাটেন অর্চনা ও তাঁর স্বামী, দুই ছেলে। টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল প্রতারণার শিকার হন অভিনেত্রী।

অর্চনার ছেলে আর্যমান জানান, টিকিট কাটার সময় সামান্য সন্দেহ হলেও উপেক্ষা করেন। তারই খেসারত দিতে হল তাঁদের। অনলাইনের আগেভাগেই টিকিট কেটে রাখলেও সেখানে পৌঁছে জানতে পারেন তাঁদের নামে কোনও টিকিট কাটাই হয়নি। অর্চনা সমাজমাধ্যমে ভ্লগ করে বলেন, ‘‘আমরা আইফ্লাই থেকে তিনটি স্লট বুক করেছিলাম, কিন্তু এই মহিলা বলছেন যে আমাদের নামে কোনও বুকিং নেই। আমরা প্রতারিত হয়েছি। ওঁরা দাবি করছেন, আমরা যে ওয়েবসাইটে টাকা দিয়েছি সেটা ওঁদের নয়। আমরা দুবাইতে প্রতারিত হয়েছি। আমরা ইতিমধ্যেই টাকা দিয়ে ফেলেছি এবং সেখানকার টিকিট মূল্য মোটেও সস্তা নয়... দুবাই এসে আমাদের পয়সা ডুব গেল।’’

Advertisement

অর্চনা আক্ষেপ করে জানান, তিনি কখনও আশা করেননি দুবাইয়ের মতো শহরে এমনটা ঘটবে। তিনি ভেবেছিলেন দুবাইয়ের আইনকানুন এত ক়ড়া, সেখানকার মানুষ হয়তো এ ধরনের কাজ করতে ভয় পাবেন। অর্চনার স্বামী পরমিত বলেন, ‘‘আমি হতবাক! আমার হাজার টাকা ডুবে গেল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement