Ankush- Oindrila

বিয়ের বেনারসি, প্রীতিভোজের শেরোয়ানি তৈরি, নতুন বছরে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বন্ধুত্বের এক যুগ পেরিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার তারকা যুগল। কবে বিয়ে?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০০:০৩
Share:

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন। ছবি: সংগৃহীত।

বিয়ের পিঁড়িতে রুপোলি পর্দার ‘মির্জা’! এই খবরে টলিউড তোলপাড়। এক যুগেরও বেশি বন্ধুত্বের পর শোনা যাচ্ছে, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন।

Advertisement

তারকা যুগলের একটি ঝলকবার্তা থেকে খবরটি প্রথম ছড়ায়। সেখানেই ঐন্দ্রিলা জানিয়েছেন, তাঁরা নতুন বছরে নতুন জীবন শুরু করতে চলেছেন। যার প্রাক্‌-পর্ব, মানে কেনাকাটা শুরু। সদ্য বড়দিন গিয়েছে। বছরশেষের উদ্‌যাপন দোরগোড়ায়। উৎসবের আবহে বিয়ের ঘোষণা করতেই দুই অভিনেতার অনুরাগীরা উচ্ছ্বসিত। তাঁরাও অনেক দিন ধরে দিন গুনছেন, কবে তাঁদের দুই প্রিয় অভিনেতা সফল দম্পতি হবেন।

অঙ্কুশ-ঐন্দ্রিলার ভাগ করে নেওয়া ভিডিয়ো অনুযায়ী, উভয়েই তাঁদের বিয়ের পোশাকের দায়িত্ব সম্ভবত দিতে চলেছেন পোশাকশিল্পী অভিষেক রায়কে। তাঁর পোশাক সম্ভার থেকে নায়িকাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গয়না বেছে নিতে দেখা গিয়েছে। একই ভাবে বিয়ের দিন সম্ভবত নায়ককে দেখা যাবে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে। প্রীতিভোজের দিন তিনি সাজতেও পারেন কালো শেরোয়ানিতে। সবিস্তার জানতে অঙ্কুশ-ঐন্দ্রিলা-অভিষেক— তিন জনের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তিন জনের এক জনও ফোনে সাড়া দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement