Entertainment News

হিতেন-গৌরীর সম্পর্কে ভাঙন?

এই মুহূর্তে ‘বিগ বস’-এর ঘরে রয়েছেন হিতেন। তিনি এ বছরের অন্যতন প্রতিযোগী। এই গেম শো-এ প্রতি বছরই কোনও না কোনও তারকার নতুন সম্পর্ক তৈরি হয়। এ বার নাকি সেই লিস্টে যোগ হয়েছে হিতেনের নাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৬:০২
Share:

হিতেন তেজওয়ানি এবং গৌরী প্রধান। এই দুই টেলি তারকার অনস্ক্রিন জুটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। গৌরী-হিতেনের দীর্ঘ ১৩ বছরের বিবাহিত জীবনও বেশ সুখের ছিল। হ্যাঁ, ছিল। কারণ শোনা যাচ্ছে হিতেন নাকি অন্য কারও প্রেমে পড়েছেন। আর তা নিয়েই নাকি এই স্বপ্নের সম্পর্ক এখন ভাঙনের মুখে!

Advertisement

বিষয়টা ঠিক কী?

আরও পড়ুন, আলোর উত্সবে ঐশ্বর্যার মন খারাপ!

Advertisement

এই মুহূর্তে ‘বিগ বস’-এর ঘরে রয়েছেন হিতেন। তিনি এ বছরের অন্যতন প্রতিযোগী। এই গেম শো-এ প্রতি বছরই কোনও না কোনও তারকার নতুন সম্পর্ক তৈরি হয়। এ বার নাকি সেই লিস্টে যোগ হয়েছে হিতেনের নাম। আর এক প্রতিযোগী আরশি খানের সঙ্গে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে হিতেনের। অনস্ক্রিন তাঁদের ঘনিষ্ঠতাও দেখছেন দর্শক। সেই দেখেই নাকি বেজায় চটেছেন গৌরী।

বলি মহলের খবর, ঘনিষ্ঠ মহলে গৌরী জানিয়েছেন, হিতেনের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে এই প্রথম আলাদা ভাবে দেওয়ালি কাটাচ্ছেন তাঁরা। সে কারণে এমনিতেই তাঁর মন খারাপ। আর অনস্ক্রিনে আরশির সঙ্গে যে ভাবে হিতেনের ঘনিষ্ঠতা বাড়ছে তা দেখে তিনি অবাক! যদিও পিঙ্কভিলাকে তিনি বলেছেন, ‘‘পরিবারের প্রতি হিতেনের দায়িত্ব কতটা আমি জানি। ফলে এ সব আমার ওপর কোনও প্রভাব ফেলতে পারবে না। আর অনেক সময় টিআরপি বাড়ানোর জন্যও এ সব করা হয়। সেটা হলেও আমি কাউকে দোষ দেব না।’’

আরও পড়ুন, সিক্রেট সুপারস্টার: আমির মানেই ফ্রেশ কিছু, আবারও

তবে বলিউডের একটা বড় অংশ মনে করছে, ‘বিগ বস’ নেহাতই একটি গেম শো। সেখানে প্রতি দিন কোনও না কোনও গল্প তৈরি হয়। অনেক সম্পর্ক তৈরি হয়, অনেক সম্পর্ক ভেঙেও যায়। তাই হিতেন-আরশিকে অনস্ক্রিন দেখে নিজেদের সম্পর্কের ব্যাপারে গৌরীকে কোনও সিদ্ধান্ত না নেওয়ারই পরামর্শ দিয়েছেন সেলেবদের একটা বড় অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement