Aditya Roy Kapoor-Sara Ali Khan Romance

কখনও বাহুস্পর্শ, কখনও চোখে চোখ! ‘ইন দিনো’ আদিত্য-সারার ঘনিষ্ঠতা কি বেড়েছে অনেকটাই?

দু’জনেরই প্রেম ভেঙেছে। কেউই আপাতত সম্পর্কে নেই। ‘মেট্রো... ইন দিনো’ ছবির প্রচার কি সেই ফাঁক ভরাট করতে চলেছে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৩:৩৭
Share:

সারা আলি খান-আদিত্য রায় কপূর সম্পর্কে? ছবি: সংগৃহীত।

অদ্ভুত এক ঘোর যেন উভয়ের চোখেমুখে। নীরব ভাললাগা খেলা করছে সেখানে! কখনও তাঁরা সামলাতে পারছেন। কখনও পারছেন না। এই অনুভূতি থেকেই কি পরস্পরের বাহু স্পর্শ করে ফেলছেন? চোখে চোখে মুগ্ধতার ছায়া! গুঞ্জন, ‘ইন দিনো’ এটাই নাকি করছেন আদিত্য রায় কপূর-সারা আলি খান? বন্ধু অনন্যা পাণ্ডের ‘প্রাক্তন’কে নাকি এ ভাবেই চোখে হারাচ্ছেন সইফ-কন্যা! সাক্ষী একাধিক ভিডিয়ো।

Advertisement

সঙ্গে সঙ্গে চর্চা শুরু, অতীত ভুলে নাকি সম্পর্কে রয়েছে দুই অভিনেতা! তাঁদের রসায়ন তৈরির অনুঘটক পরিচালক অনুরাগ বসুর ‘মেট্রো... ইন দিনো’ ছবির প্রচার অনুষ্ঠান।

২০০৭-এ ‘লাইফ ইন আ...মেট্রো’ বানিয়েছিলেন অনুরাগ। তারই সিক্যুয়েল ‘মেট্রো... ইন দিনো’ মুক্তি পাবে ৪ জুলাই। ছবির প্রচার জোরকদমে চলছে। মুম্বইয়ের আনাচে কানাচে ঘুরছে গোটা দল। সেখানে দেখা যাচ্ছে অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, আদিত্য রায় কপূর, সারা আলি খান, ফতিমা সানা শেখদেরও। এরই ফাঁকে আদিত্য-সারার ঘনিষ্ঠতা চোখে পড়েছে অনেকের।

Advertisement

বিষয়টি নিয়ে চর্চা হয়তো এতটাও বাড়ত না, যদি না আদিত্য-সারা এরই মাঝে আচমকা একটি রাত এক সঙ্গে কাটাতেন! ছবিশিকারিদের ক্যামেরায় ধরাও পড়েছে তাঁদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত। আদিত্য-সারার হঠাৎ রোমান্স ছবির প্রচারের স্বার্থে নয়তো? গুঞ্জন ছড়ানোর পাশাপাশি এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না বলিউড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement