Arijit Singh

এ যেন অন্য অরিজিৎ, পরনে গেরুয়া, গলায় ওঁ লেখা উত্তরীয়, সস্ত্রীক কোথায় গেলেন?

পরনে গেরুয়া কুর্তা, গলায় জড়ানো উত্তরীয়, সঙ্গে লাল ধুতি। স্বামীর পাশে অরিজিতের স্ত্রী কোয়েল। তিনি পরেছিলেন লাল শাড়ি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:১৬
Share:

ভক্তিভাবে ডুব দিলেন অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

অরিজিৎ সিংহের মা বাঙালি, বাবা পঞ্জাবি। কিন্তু সব ধর্মের প্রতি তাঁর আস্থা সমান। এ বার অরিজিৎ গেলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। পরনে গেরুয়া কুর্তা, গলায় জড়ানো উত্তরীয়, সঙ্গে লাল ধুতি। স্বামীর পাশে অরিজিতের স্ত্রী কোয়েল। তিনি পরেছিলেন লাল শাড়ি। দু’জনের গায়ে জড়ানো নীল চাদর। আরতির সময় ভক্তিমগ্ন দু’জনে।

Advertisement

২০ এপ্রিল রবিবার সকালে মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায় অরিজিৎকে। পুরোহিত তাঁর গলায় ওঁ লেখা একটা লাল উত্তরীয় পরিয়ে দেন। স্ত্রীকে পাশে নিয়ে মন্দিরে অনুষ্ঠিত ‘ভস্ম আরতি’তে যোগ দেন গায়ক। এরই পাশাপাশি মন্দিরের বিশেষ নাটমন্দির ‘নন্দী হল’-এ বেশ কিছু ক্ষণ ধ্যান করতেও দেখা যায় তাঁদের। ১৯ এপ্রিল ইনদওরে গানের অনুষ্ঠান ছিল অরিজিতের। পরের দিন সকালে পুজো দিতে পৌঁছোন গায়ক। সমাজমাধ্যমে ভাইরাল সেই ছবি।

শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী শহরের প্রাণকেন্দ্র এই মন্দিরকে দেশের অন্যতম পবিত্র মন্দির বলে গণ্য করা হয়। হিন্দু দেবতা শিবের অনেক রূপের মধ্যে একটি রূপ মহাকাল। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মহাকালেশ্বর। মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গই একমাত্র জ্যোর্তিলিঙ্গ, যার মুখ দক্ষিণ দিকে। বাকি এগারোটি জ্যোতির্লিঙ্গই পূর্বমুখী। সেই কারণে এই মন্দিরের শিবলিঙ্গ ‘দক্ষিণমুখী’ নামেও পরিচিত। শিবলিঙ্গের এই বিশেষ দিকে মুখ করে থাকা শৈবতান্ত্রিক ঐতিহ্যে কিছু গূঢ় অর্থ বহন করে বলে অনেকে মনে করেন। সেই কারণে এই মন্দিরে ছুটে যান বিরাট কোহলি, অনুষ্কা শর্মা থেকে রণবীর কপূর-সহ বলিউড তারকা থেকে দেশের খ্যাতনামী নামজাদা ব্যক্তিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement