Ashish Vidyarthi Accident

গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, কেমন আছেন দম্পতি?

অভিনেতা নিজের গাড়িতে করেই গুয়াহাটি যাচ্ছিলেন। গীতানগরের কাছে বাইক দুর্ঘটনার কবলে পড়েন দম্পতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৬:২৩
Share:

দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া। ছবি: সংগৃহীত।

অভিনেতা আশিস বিদ্যার্থী বর্তমানে নেটাপ্রভাবীও। শুক্রবার রাতে অভিনেতা গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন। অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া। অভিনেতা নিজের গাড়িতে করেই গুয়াহাটি যাচ্ছিলেন। গীতানগরের কাছে ঘটনাটি ঘটে।

Advertisement

অভিনেতা ও তাঁর স্ত্রী, হাইওয়ে সংলগ্ন একটা রেস্তরাঁয় খেতে নামেন। উল্টো দিক থেকে একটি মোটার সাইকেল এসে ধাক্কা মারে দম্পতিকে। তাতেই রাস্তায় পড়ে যান দু’জনে। স্থানীয় লোকেরা এসে তাঁদের উদ্ধার করেন। গীতানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রূপালি ও আশিসকে হাসপাতালে নিয়ে যায়। বাইকআরোহীকেও নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিকেল কলেজে। বাইকআরোহীও আহত বলে খবর। অভিনেতা সমাজমাধ্যমে জানান, তাঁদের আঘাত খুব একটা গুরুতর নয়। তাঁরা ঠিক আছেন, সুস্থ আছেন। আশিষের কথায়, ‘‘রূপালিকে বেশ কিছুক্ষণ চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখেন। ও ভাল আছে। আমার সামান্য কিছু চোট লাগে। আমি নিজে হাঁটতে, চলতে পারছি। যে বাইকআরোহী আঘাত পেয়েছেন, পুলিশ তাঁর সব ধরনের শারীরিক অবস্থার খবর দিচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement