Entertainment News

অসমে পথ নিরাপত্তার পাঠ দিতে শাহরুখের সিগনেচার পোজ!

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ খানের বিখ্যাত সেই ভঙ্গিমা। সেই ভঙ্গি এ বার ব্যবহার করে ফেলল অসম পুলিশ। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে কেউ যাতে পালাতে না পারেন সে দিকে নজর রেখে অসম পুলিশ একটি টুইট করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৯:৪৭
Share:

শাহরুখের সেই সিগনেচার পোজ। ছবি সৌজন্যে: ইউটিউব।

সেই দু’হাত মেলে দাঁড়ানোর সিগনেচার পোজ! ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ খানের বিখ্যাত সেই ভঙ্গিমা। সেই ভঙ্গি এ বার ব্যবহার করে ফেলল অসম পুলিশ। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে কেউ যাতে পালাতে না পারেন সে দিকে নজর রেখে অসম পুলিশ একটি টুইট করেছে। আর টুইটে তুলে ধরো হয়েছে শাহরুখের সেই সিগনেচার পোজ।

Advertisement

খোদ শাহরুখ খানের নজরেও এসেছে সেই টুইট। বেজায় পছন্দও হয়েছে কিং খানের। তাঁর ওই ভঙ্গিমার এমনতর ব্যবহার যে কেউ করতে পারেন, ধারণা করতে পারেননি শাহরুখ নিজেই। টুইট করলেন ‘এর থেকে ভাল বার্তা বোধ হয় আমার পোজ থেকে আর কিছু হতে পারে না। সবাই দয়া করে ট্রাফিক আইন মেনে চলুন।’

দিনকয়েক আগেই জালুকবাড়ির অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ পঞ্জিত দোয়েরা টুইটারে এই পোস্ট করেন। টুইটে শাহরুখের এই সিগনেচার পোজের একটি সিল্যুয়েট ছবি। সঙ্গে এক পথচারী রাস্তা পারাপার করছেন আর উল্টোদিক থেকে একটি গাড়ি আসছে। আর শাহরুখের হাতের ঠিক উপরেই লেখা, ‘ট্রাফিক নিয়ম কা কৃপয়া পালন করে।’

Advertisement

নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই টুইট। লাইক আর শেয়ার করেন বহু মানুষ। এমনকি, তা নজরে চলে আসে শাহরুখেরও। পুলিশ অফিসার পঞ্জিতের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়ে আরেকটি পোস্টও করা হয় অসম পুলিশের তরফে। সেই পোস্টে লেখা হয়, ‘ট্রাফিক নিয়মও কা পালন নেহি করনে সে কুছ-কুছ নেহি, বহুত কুছ হোতা হ্যয়।’

অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে না চললে অনেক কিছুই হতে পারে। তবে এই প্রথম নয়। এর আগেও অসম পুলিশের তরফে পথ নিরাপত্তা নিয়ে সৃজনশীল ভাবনা দেখা গিয়েছে।

আরও পড়ুন: বায়োপিক দেখে কেন মন খারাপ হয়েছে সানির?

আরও পড়ুন: বাঙালি বর-কনের সাজে জাহ্নবী-ঈশানকে অভিনব শুভেচ্ছা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন