Entertainment News

বাহুবলীর যুদ্ধে ছিল রয়্যাল এনফিল্ডও!

অসাধারণ স্পেশ্যাল এফেক্টস-এ ফ্যানদের মন কেড়েছে বাহুবলী ২: দ্য কনক্লুশন। পুরো ছবি জুড়েই কখনও দুর্দান্ত সেট, কখনও ছবির মতো লোকেশন, কখনও ভয়ঙ্কর যুদ্ধ। গ্রাফিক্সের নিখুঁত কাজে সবটাই যেন চোখের সামনে জীবন্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ১৪:৩২
Share:

অসাধারণ স্পেশ্যাল এফেক্টস-এ ফ্যানদের মন কেড়েছে বাহুবলী ২: দ্য কনক্লুশন। পুরো ছবি জুড়েই কখনও দুর্দান্ত সেট, কখনও ছবির মতো লোকেশন, কখনও ভয়ঙ্কর যুদ্ধ। গ্রাফিক্সের নিখুঁত কাজে সবটাই যেন চোখের সামনে জীবন্ত। তবে দর্শকদের সবচেয়ে মন কেড়েছে যুদ্ধের সিকোয়েন্স।

Advertisement

বাহুবলীর হাত থেকে দেবসেনাকে ছিনিয়ে আনতে রথ ছুটিয়েছিলেন বল্লালদেব। দূর থেকে দেখলেও একবারেই চেনা যেত বল্লালদেবের সেই রথ। কারণ এই রথের সামনে ছিল অদ্ভুত এক চক্রের মতো যন্ত্র। সামনে যা পড়ত, তাই দু’টুকরো করে দিত সেই রথ। কিন্তু অনেকেই জানেন না, খোলসটা সাজানো গোছানো রথের মতো হলেও এর কাঠামো কিন্তু আসলে ছিল রয়্যাল এনফিল্ডের।

আরও পড়ুন: ‘বাহুবলী ২’-এর এই শিশুটি কে জানেন?

Advertisement

রথের সামনের সেই ব্লেড

শুধু তাই নয়, রথের শক্তি বাড়াতে এতে ব্যবহার করা হয়েছিল এনফিল্ডের ইঞ্জিনও। রথের নেভিগেশন ঠিক করতে বাইকের হ্যান্ডেল যুক্ত করা হয়েছিল বল্লালদেবের রথের সঙ্গে। সম্প্রতি এই খবরটি ফাঁস করেছেন বাহুবলীর প্রডাকশন ডিজাইনার সাবু সিরিল। সাবু জানান, শুধুমাত্র এনফিল্ডের ডিজাইনই নয়, বল্লালদেবের রথ চালানোর জন্য ছিলেন একজন বাইকারও। তবে কোন মডেলের এনফিল্ড রথ তৈরিতে ব্যবহৃত হয়েছে তা খোলসা করেননি সাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement