Babul Supriyo

বাবা হলেন বাবুল, মেয়ের নাম রাখলেন নয়না

গত বছর অগস্টে বিয়ে করেন বাবুল-রচনা। দিল্লিতে সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনীতি ও সিনে জগতের প্রথম সারির তারকারা। পেশায় বিমানসেবিকা রচনার সঙ্গে মাঝ আকাশে বিমানের মধ্যেই আলাপ হয় বাবুলের। প্রথম দর্শনেই প্রেম। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৫:০৭
Share:

বিয়ের দিন বাবুল ও রচনা।— ফাইল চিত্র।

মেয়ের বাবা হলেন বাবুল সুপ্রিয়। ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, গত ১২ অগস্ট সকালে তাঁর স্ত্রী রচনা শর্মা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। দম্পতি মেয়ের নাম রেখেছেন নয়না।

Advertisement

গত বছর অগস্টে বিয়ে করেন বাবুল-রচনা। দিল্লিতে সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনীতি ও সিনে জগতের প্রথম সারির তারকারা। পেশায় বিমানসেবিকা রচনার সঙ্গে মাঝ আকাশে বিমানের মধ্যেই আলাপ হয় বাবুলের। প্রথম দর্শনেই প্রেম। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

আরও পড়ুন, দেখুন, বাবুল সুপ্রিয়র বিয়ের অ্যালবাম

Advertisement

সুইৎজারল্যান্ডে হানিমুনে গিয়েছিলেন দম্পতি। সেই সময়ে ঠাট্টার ছলে বাবুল বলেছিলেন, ‘‘একেবারে হিন্দি ছবির মতো হানিমুন হবে, বুঝলেন।’’

সত্যিই হিন্দি ছবির মতো হয়ে গেল বাবুলের জীবন!

উত্তরপাড়ার গঙ্গার ধারের সংগীত পরিবারের সন্তান হয়ে যেভাবে মুম্বইয়ের আলোয় ঝাঁপ দিয়ে পেয়েছিলেন ‘কহো না পেয়ার হ্যায়’-এর সুযোগ, তেমনই যেন প্যাশনে আস্থা রেখে পেয়ে গেলেন মন্ত্রিত্বের পরিচিতি। এর মাঝে বেশ কিছু ছবিতে নায়কের চরিত্রে অভিনয়ও করেছেন।

আরও পড়ুন, কহো না শাদি হ্যায়

আজ সেই জীবনে নতুন রং। দ্বিতীয় বারের জন্য বাবা হলেন বাবুল। তাঁর প্রথম পক্ষের এক মেয়ে রয়েছে, শর্মিলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement