‘ব্যাক টু দ্য ফিউচার’-এর ৩০ বছর

১৯৮৫-তে আলোড়ন তুলেছিল এই ছবি। রবার্ট জেমেকিস পরিচালিত ‘ব্যাক টু দ্য ফিউচার’ সেই সময়েই কাল্ট কল্পবিজ্ঞান হিসেবে আদৃত হয়। অভিনেতা মাইকেল জে ফক্সের কেরিয়ারেও এই ছবি মাইলফলক হয়ে থেকেছে। সত্যি বলতে, ‘টাইম ট্রাভেল’-ছবির সংজ্ঞাই বদলে দেয় ‘ব্যাক টু দ্য ফিউচার’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ০০:০৬
Share:

১৯৮৫-তে আলোড়ন তুলেছিল এই ছবি। রবার্ট জেমেকিস পরিচালিত ‘ব্যাক টু দ্য ফিউচার’ সেই সময়েই কাল্ট কল্পবিজ্ঞান হিসেবে আদৃত হয়। অভিনেতা মাইকেল জে ফক্সের কেরিয়ারেও এই ছবি মাইলফলক হয়ে থেকেছে। সত্যি বলতে, ‘টাইম ট্রাভেল’-ছবির সংজ্ঞাই বদলে দেয় ‘ব্যাক টু দ্য ফিউচার’। এ বছর এই ছবির ৩০ বছর পূর্ণ হল। মাইকেল জে ফক্স এই উপলক্ষে জানালেন, এ ছবি ‘সময়-ভ্রমণ’ বিষয়ে হলেও এর মধ্যে একটা সময়োত্তীর্ণ ব্যাপার রয়েছে। আজও কিশোর-বয়সীরা বিপুল আগ্রহ নিয়ে এই ছবি দেখে।

Advertisement

কিন্তু মুশকিল হল এই যে, মাইকেলের নিজের ছেলেমেয়েরাই ছবিটা দেখেনি এখনও। এই ছবির হিরো মার্টি ম্যাকফ্লাইও আর তরুণ নেই। ৫৪ বছর বয়সী মাইকেল এই মুহূর্তে পারকিনসনে আক্রান্ত। অভিনয় জগৎ থেকে অবসরের কথা ভাবছেন মাইকেল। প্রসঙ্গত, ‘ব্যাক টু দ্য ফিউচার’-এর ট্রিলজিকে নিয়ে নির্মিত হচ্ছে একটি তথ্যচিত্র ‘ব্যাক ইন টাইম’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন