Entertainment News

প্রিয়ঙ্কার উপস্থিতিতে ‘ক্রিসক্রস’-এর নারী শক্তির উদ্‌যাপন

ছবি মুক্তির আগেই ‘ক্রিসক্রস’-এর নারীশক্তির উদ্‌যাপনকে সেলিব্রেট করেছে ‘বাঘাযতীন তরুণ সঙ্ঘ’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ১৬:২৩
Share:

প্রিয়ঙ্কা সরকার।

পাঁচ মেয়ের গল্প। কেউ চিত্র সাংবাদিক, কেউ স্ট্রাগলিং অভিনেত্রী, কেউ গৃহবধূ, কেউ চিত্রশিল্পী তথা সিঙ্গল মাদার, কেউ বা উচ্চপদে কর্মরতা। এঁদের নিয়েই ‘ক্রিসক্রস’-এর চিত্রনাট্য বুনেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। আগামিকাল মুক্তি পাবে এই ছবি।

Advertisement

ছবি মুক্তির আগেই ‘ক্রিসক্রস’-এর নারীশক্তির উদ্‌যাপনকে সেলিব্রেট করেছে ‘বাঘাযতীন তরুণ সঙ্ঘ’। এই পুজো কমিটির চলতি বছরের পুজোর মুখ প্রিয়ঙ্কা সরকার। তাঁর উপস্থিতিতেই দিন কয়েক আগে সেলিব্রেট করলেন পুজো কমিটির বাকি সদস্যরা। ছবির থিমকে মাথায় রেখে বিভিন্ন উপকরণ তৈরি করেছিলেন সদস্যরা। তার আগে খুঁটি পুজোর দিন প্রিয়ঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন বিরসা এবং নুসরত জাহান।

‘ক্রিসক্রস’-এ মূল পাঁচ চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, প্রিয়ঙ্কা সরকার, জয়া আহসান এবং সোহিনী সরকার। এ ছাড়াও ঋদ্ধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, মিঠু চক্রবর্তীর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

Advertisement

আরও পড়ুন, প্রেম ভাঙল মানালির?

হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন