Bangladesh Celebrities Celebrate Dev's Birthday

গায়ে দেবের পোশাক, বাজছে ‘পরাণ যায় জ্বলিয়া রে’! ‘পাগলু’র জন্মদিনে বাংলাদেশের অভিনেতারা

উত্তাল বাংলাদেশ। তার মধ্যেও ভোলেনি এ পার বাংলার অভিনেতার জন্মদিন। বড়দিনের আবহে সে দেশের অভিনেতারা সেজে উঠলেন দেবের ছবির পোশাকে!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৬
Share:

দেবের পোশাকে বাংলাদেশের অভিনেতা তৌসিফ মাহবুব, সাদনিমা বিনতে নোমান। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছর ধরে ফ্যানক্লাব থেকে কেক কাটা হয়। সমাজমাধ্যম ভরে যায় শুভেচ্ছাবার্তায়। ২০২৫-এর বাংলাদেশ একটু হলেও অন্য রকম। তাই দেবের জন্মদিনে কেক কাটা হয়নি। বদলে ও পার বাংলার এই প্রজন্মের অভিনেতারা নিজেদের সাজিয়ে নিলেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির একটি পোশাকের অনুকরণে।

Advertisement

দেবের পোশাকে বাংলাদেশের ফররুখ আহমেদ রেহান, সাঈদ জামান শাওন। ছবি: সংগৃহীত।

লাল-সাদা পোশাক। সঙ্গে মানানসই ‘হুডি’। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ওই হিট ছবির টাইটেল গানে এমনই একটি পোশাক পরতে দেখা গিয়েছিল দেবকে। বড়দিনে এই ধরনের পোশাকেই সেজে ওঠেন সান্টাক্লজ়ও। খবর, উৎসবের আমেজ উস্কে দিতেই এই বিষয়টিকে মাথায় রেখেছিলেন পোশাক পরিকল্পক ইমরুল। তিনি বেছে নেন দেবের ওই পোশাক। নতুন করে তৈরি করেন স‌েটি। পোশাক পরিকল্পকের পোশাকে সেজে ওঠেন অভিনেতা ফররুখ আহমেদ রেহান, তৌসিফ মাহবুব, সাঈদ জামান শাওন, সাদনিমা বিনতে নোমান। এঁরা প্রত্যেকে বাংলাদেশের ছোটপর্দায় জনপ্রিয় মুখ। এঁরাও ব্যক্তিগত ভাবে অভিনেতা দেবকে পছন্দ করেন।

এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ। একের পর এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান নষ্ট করে ফেলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমন আবহে এই ধরনের বিশেষ ভাবনার কারণ কী? আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল পোশাকশিল্পীকে। তাঁর মতে, “আমিও ছোট থেকে বড় হয়েছি দেবদার ছবি দেখে। যে ছবির পোশাক নতুন করে বানিয়েছি, সেটি আমারও প্রিয়। সব সময়েই ইতিবাচক কিছু করার চেষ্টা করেছি। সেই থেকেই এই পদক্ষেপ। আমার দেশের অভিনেতারাও সেটি উপলব্ধি করতে পেরেছেন। তাই তাঁরাও সহযোগিতা করেছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement