Azmeri Haque Badhon

বৈবাহিক হেনস্থা, অত্যাচার পেরিয়ে এখন স্বাধীন বাঁধন, আর কী উপলব্ধি নায়িকার?

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অভিনয়ে মুগ্ধ দর্শক। ও পার বাংলার সফল নায়িকাকে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে। এত বছর পর কী উপলব্ধি করলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৭:১২
Share:

মুখে মেকআপের লেশমাত্র নেই। মেচেতার দাগে ভর্তি। রবিবার মাঝরাতে আচমকাই নিজের এমন একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যে ছবি পোস্ট করে আত্মোপলব্ধির কথা লিখেছেন নায়িকা। জীবনে অনেক ওঠা-পড়া দেখেছেন। মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। এক কালে শ্বশুরবাড়িতে খুব শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে। দীর্ঘ দিন মানসিক সমস্যায় ভুগতে হয়েছে।

Advertisement

কিন্তু পরিস্থিতির চাপে হেরে যেতে কখনও শেখেননি। স্বাধীন ভাবে নিজের মাথা তুলে বাঁচার কথাই বললেন নায়িকা। বাস্তবে খুবই আবেগপ্রবণ মানুষ বাঁধন। জনপ্রিয় নায়িকা লিখলেন, “জীবনে অনেক সুযোগ এসেছে, যা আমায় আরও স্থায়িত্ব, স্বীকৃতি দিতে পারত। এত কিছুর মাঝে নিজের স্বাধীনতাকেই বেছে নিয়েছি আমি।”

এক বার স্বাধীনতার স্বাদ পেলে আর নিজেকে গন্ডির মধ্যে আবদ্ধ করা খুবই কঠিন ব্যাপার। সে কথাই বললেন বাঁধন। তিনি লেখেন, “সত্যি উপলব্ধি করতে পেরেছি বলেই মানুষ আমায় ঘৃণা করেন, এটাই আমার ধারণা। অনেক মানসিক অবসাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাই আর কিছুতেই ভয় পাই না। বরং কোনও কাজ করা অসম্ভব শুনলে তা আরও বেশি করে করার জেদ চেপে যায় আমার মনে।” কম বয়সে স্বামীর অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে। এক সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, “আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে। আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এই ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এই সব সমস্যার সমাধান হল বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement