Nusrat Faria Controversy

জেল হেফাজতে কি অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরত? জামিন পেয়ে কী জানালেন অভিনেত্রী?

মঙ্গলবার সকালে জামিন পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। খুনের চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই প্রসঙ্গে প্রথম বার মুখ খুললেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৬:৩১
Share:

কী বললেন অভিনেত্রী নুসরত? ছবি: সংগৃহীত।

এক রাতের জেল হেফাজত থেকে বেরিয়ে ‘সবাইকে ধন্যবাদ’ দিলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। গত বছর ঢাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রবিবার গ্রেফতার হন নুসরত। সেই মামলায় সোমবার তাঁর জেল হেফাজত হয়। মঙ্গলবার সকালেই তিনি জামিন পান আদালতে। এ দিন জামিনে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পরেই নিজের সমাজমাধ্যমের পাতায় সবাইকে ধন্যবাদ জানালেন নায়িকা। ফেসবুকে তিনি লেখেন, ‘‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যাঁরা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’’

Advertisement

জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের অনেক শিল্পীই সরব হয়েছিলেন। তাঁদের অনেকেই এই দুর্দিনে ফারিয়ার পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী আজমেরি হক বাঁধন সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘কী এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীর ভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু সত্যিকার ভাবেই এটা অগ্রহণযোগ্য।’’

জামিন পেয়ে নুসরতের প্রতিক্রিয়া।

প্রসঙ্গত, সোমবার বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল নায়িকাকে। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে এ দিন সকালেই জামিনের আবেদন করেছিলেন অভিনেত্রী। শুনানির পর তাঁর জামিন মঞ্জুর করে আদালত। শুনানির সময় নুসরতের আইনজীবী জানান, যে সময়ের ঘটনা উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে নুসরতকে, সে সময় দেশেই ছিলেন না অভিনেত্রী। নিজের বক্তব্যের সপক্ষে সমস্ত নথি প্রমাণ জমা দিয়েছেন আইনজীবী। তার পরেই অভিনেত্রীর জামিন মঞ্জুর করা হয়। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, গণঅভ্যুত্থান চলাকালীন গত বছর ১৯ জুলাই ঢাকার ভাটারা অঞ্চলে গুলিবিদ্ধ হন এনামুল হক নামের ব্যক্তি। গত ৩ মে ওই ব্যক্তি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই দিনই মামলার বয়ান রেকর্ড করা হয়। এই ঘটনার প্রেক্ষিতেই নায়িকাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement