PoriMoni

‘তিনটে রাত কী ভাবে যে পার করেছি’! অসুস্থ অভিনেত্রী পরী মণি জানালেন কোন বিভীষিকার কথা?

আচমকাই অসুস্থ ও পার বাংলার অভিনেত্রী পরী মণি। হাসপাতালে চিকিৎসাধীন। বিছানায় শুয়ে কোন বিভীষিকার কথা শোনালেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১১:৩৯
Share:

এখন কেমন আছেন পরীমণি? ছবি: সংগৃহীত।

দু’দিন আগেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ও পার বাংলার অভিনেত্রী পরী মণিকে। আচমকা বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আগের চেয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। কিন্তু গত তিন রাত কাটিয়েছেন খুবই অস্বস্তিতে। সেই ভয়াবহ অভিজ্ঞতাই ভাগ করে নিলেন সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

নায়িকা লেখেন, “প‍্যানিক অ‍্যাটাক মোটেও কোনও সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে! আজ তিনটা রাত কী ভাবে পার করছি আমি শুধু জানি।” এই পরিস্থিতিতে তাঁর পাশে থাকার জন্য চিকৎসকদের ধন্যবাদ জানান অভিনেত্রী।

দুই সন্তানের মা পরী মণি। তাই তিনি অসুস্থ হলে বাড়িতে খুবই সমস্যা হয়। ছেলেমেয়েকে তখন কে সামলাবে, এই কয়েক দিন একটাই চিন্তা বার বার তাঁর মনে এসেছে৷

Advertisement

তিনি লেখেন, “আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনও চিকিৎসা কি আদৌও কাজে আসতো আমার এই মুহূর্তে ! আমি জানি না…আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভাল থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।”

ঠিক কী ঘটেছিল? নায়িকার ঘনিষ্ঠ সূত্রের খবর, সোমবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন অভিনেত্রী। সন্ধ্যার পর এ ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সব কিছু শুনে চিকিৎসক দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে রাতেই ভর্তি করানো হয় হাসপাতালে। মঙ্গলবার দুপুরে পরী মণির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। সোমবার বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। তার পর থেকে চারদিকি সন্তানহারা বাবা-মায়েদের হাহাকারের চিত্র। সেটা দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement