কী বললেন হিরো আলম? ছবি: সংগৃহীত।
এক মাসও যায়নি। আনন্দবাজার ডট কমকে বাংলাদেশি ইউটিউবার জানিয়েছিলেন, তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে আবার একসঙ্গে থাকবেন তিনি। কিছু দিন যেতে না যেতেই ছন্দপতন। স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলমের। তিনি জানিয়েছেন, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী রিয়া। তাঁর দাবি, স্ত্রী তাঁকে ঠকাচ্ছেন।
এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকে আলম বলেন, “আমি রিয়া মনিকে ফোন করে জিজ্ঞেস করি, তুমি কোথায়? সে বলল আমার ভাইয়ের বাড়িতে। তখন আমি ভিডিয়ো কল করেছিলম। দেখি কিছুতেই ধরছে না। আমায় এ দিকে বলেছিল, ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। কিন্তু দেখা গেল, সে আছে কক্সবাজারে। আমার লোকজন আছে সেখানে। তাদেরকে আমি পাঠিয়েছিলাম। তারাই হোটেলে গিয়ে বিস্তারিত সবটা বলে। রুম নম্বর, ভিডিয়ো। এর পর আমি মামলা করি।” কোনও বিবাদ হয়নি রিয়ার সঙ্গে। তার পর কেন কক্সবাজারে অন্য কারও সঙ্গে হোটেলে থাকতে গেলেন তিনি, তা কিছুতেই বুঝতে পারছেন না আলম।
এর কিছু দিন আগে স্ত্রীয়ের বিরুদ্ধে কী অভিযোগ এনেছিলেন হিরো আলম? তিনি বলেছিলেন, “বাবার অসুস্থতার সময় এক দিনের জন্যেও তাঁকে দেখতে যায়নি আমার স্ত্রী। উল্টে অন্য পুরুষদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তাই ওকে তিন তালাক দিয়েছি আমি।” রিয়ার সঙ্গে বেশ কিছু দিন প্রেমপর্বের পরেই বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্ক যে এত তিক্ততায় ভরে যাবে তা ভাবেননি হিরো আলম। তিনি বলেছিলেন, “ধর্ষণের মামলা করলেই তো শুধু হল না, তার সাক্ষ্যপ্রমাণ দরকার।” তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ যদি প্রমাণ করতে পারেন তা হলে তিনি সেই মহিলাকে স্ত্রী হিসাবে মেনে নেবেন।