শব্দ যেখানে কল্পনায়

বাচ্চাদের নিয়ে তৈরি সুদীপ দাসের নতুন ছবি ‘শব্দকল্পদ্রুম’। ছবির মূল চরিত্রে রয়েছে পাঁচটি বাচ্চা, যাদের জীবনে শব্দের কোনও অস্তিত্ব নেই। শব্দ শুধু তাদের কল্পনায়। তারা প্রত্যেকেই মূক ও বধির।

Advertisement
শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০০:০০
Share:

ছবির দৃশ্য

বাচ্চাদের নিয়ে তৈরি সুদীপ দাসের নতুন ছবি ‘শব্দকল্পদ্রুম’। ছবির মূল চরিত্রে রয়েছে পাঁচটি বাচ্চা, যাদের জীবনে শব্দের কোনও অস্তিত্ব নেই। শব্দ শুধু তাদের কল্পনায়। তারা প্রত্যেকেই মূক ও বধির। তারা একটি বোর্ডিং স্কুলে পড়ে। সেখানে গরমের ছুটিতে সব বাচ্চারা বাড়িতে চলে গেলেও এই পাঁচটি বাচ্চার বাবা-মায়েরা তাদের নিতে আসে না। পরিচালকের কথায়, ‘‘আমরা বিভিন্ন স্কুলে কথা বলে দেখেছি যে, এই ধরনের বাচ্চাদের বাড়ির লোকেরা, তাদের বুঝতে পারে না বলে বেশির ভাগ সময়েই স্কুলে রেখে দেয়।’’

Advertisement

সারাটা গরমের ছুটি কী ভাবে কাটাবে বুঝতে পারে না ওই পাঁচ জন। হঠাৎ তারা খেয়াল করে যে, স্কুলেরই অন্য একটি ঘরে এসে উঠেছে চার জন লোক। এই চার জনের চরিত্রে অভিনয় করছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, সমদর্শী দত্ত, সুদীপ্তা চক্রবর্তী ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। বাচ্চারা এদের লক্ষ করে বুঝতে পারে যে, এরা ভাল লোক নয়। এরা বিশাল আওয়াজ করে অনেক জনকে মেরে ফেলতে চাইছে। যেহেতু ওরা শুনতে পায় না, ফলে শব্দকে এরা চিরকালই ভয় পায়, তাই সেটা আটকানোর চেষ্টা করে। এই নিয়েই গল্প। পাঁচ জন বাচ্চার ভূমিকায় অভিনয় করেছে পাঁচ নবাগত শিশুশিল্পী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন